ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্যারাগুয়ের স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্যারাগুয়ের স্বীকৃতি

আসুনসিওন: এবার লাতিন আমেরিকার আরেকটি দেশ প্যারাগুয়ে ফিলিস্তিনকে স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

খবর এএফপির।

এর আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া লাতিন অঞ্চলের দেশগুলোর মধ্যে রয়েছে, ব্রাজিল, বলিভিয়া, চিলি, ইকুয়েডর, পেরু, গায়ানা ও উরুগুয়ে।

একটি বিবৃতিতে প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘প্যারাগুয়ে প্রজাতন্ত্র অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ১৯৬৭-এর ৪ জুলাইয়ের সীমান্ত অনুসারে দেশটিকে স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্রের দিল। ’

১৯৬৭ সালের সীমান্ত অনুসারে, ছয়দিনের যুদ্ধে ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা রয়েছে।

একইসঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তি ও নিরাপত্তা সমঝোতা পৌঁছানোর লক্ষ্যে উভয় দেশকে আলোচনা চালিয়ে পুনরায় শুরু করার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।