ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর সফরে জাপানের সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
মিশর সফরে জাপানের সতর্কতা জারি

টোকিও: চরম উত্তেজনাপূর্ণ মিশরে ভ্রমণে শনিবার সতর্কতা জারি করেছে জাপানি সরকার। মিশরে হাজার হাজার বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা অব্যাহত থাকায় ভ্রমণকারীদের মিশর সফর বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে।



পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মিশরের কোথাও ভ্রমণ অথবা অবস্থানের পরিকল্পনা থাকলে নিরাপত্তাহীনতার কারণে বাতিল করার জন্য ভ্রমণকারীদের সতর্ক করা হচ্ছে।

এরই মধ্যে যেসব জাপানি নাগরিক মিশরে গেছেন তাদের সতর্ক করে জাপান সরকার বলেছে, ‘একা কোথাও না যেতে এবং স্থানীয় সরকারি কার্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বেশি মানুষের মধ্যে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ’

প্রেসিডেন্ট হোসনি মোবারকের অপসারণের দাবিতে মিশরে গত কয়েক দিনের সংঘর্ষে কমপক্ষে ২৭ জন নিহত সহস্রাধিক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন।

বাংলাদেশ সময় : ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।