ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতা বইমেলায় ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
কলকাতা বইমেলায় ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি

কলকাতা: শনিবার ছিল ছুটির দিন। তাই কলকাতা বইমেলায় অন্যদিনের তুলনায় ভিড় ছিল অনেক বেশি।

সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন মেলায়। এসেছিলেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জিও।

সন্ধ্যা সাড়ে ৭টায় মেলা কর্তৃপক্ষ জানালেন, এই মুহূর্তে মেলায় দর্শক সমাগম ১ লাখ ৯২ হাজার ৫২৩ জন।

এদিন বইমেলার আয়োজক গিল্ডের পক্ষ থেকে জীবনব্যাপী সাহিত্য সাধনার জন্য নবনীতা দেবসেনকে, প্রতিশ্রুতিমান সাহিত্যিক হিসেবে প্রচেত গুপ্তকে ও সম্ভাবনাপূর্ণ প্রকশনার জন্য  ‘তালপাতা প্রকাশন’-কে সম্মননা দেওয়া হয় ইউবিআই অডিটোরিয়োমে। সম্মাননা তুলে দেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

এবারের বইমেলায় ২০টি জেলা থেকে ২০০টি লিটল ম্যাগাজিন অংশ নিয়েছে। শনিবার  তাপস ভৌমিক সম্পাদিত কৌরক-এর বিশেষ সংখ্যা ‘বাঙালি মুসলমান;ব্যক্তি ও ব্যক্তিত্ব’, লোকসংকৃতি গবেষণা পত্রিকার ‘রবীন্দ্রনাথ ও লোকসংস্কৃতি’, স্মৃতিকথা-র ‘বৈশাখি’, কবিতীর্থ-র সাহিত্যিক জেমস জয়েস সংখ্যা, লীনা চাকীর পত্রিকা হৃদয়-এর ‘ধান’ সংখ্যা প্রকাশিত হয়েছে এদিন।

মেলায় প্রকাশিত হয়েছে এদিন ফারুক আহমেদ সম্পাদিত ‘উদার আকাশ’। দেবব্রত সিংহের উপন্যাস ‘জাগরণ’। বেরিয়েছে প্রথম এভারেস্টজয়ী তেনজিং নোরগের বাংলায় আত্মকথা সুকুমার চক্রবর্তীর কলমে ‘স্বপ্ন শিখরে তেনজিং’। বেরিয়েছে তৃণু ঘোষের বারোটি
কল্পবিজ্ঞান গল্পের সংকলন ‘কল্পনা ও বাস্তব’।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।