ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাজার ফুট ওপর থেকে পড়েও অক্ষত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
হাজার ফুট ওপর থেকে পড়েও অক্ষত!

স্কটল্যান্ড: এক হাজার ফুট উঁচু পর্বত থেকে শনিবার পড়ে গেছেন ৩৫ বছর বয়সী এক পর্বতারোহী। উদ্ধারকারীরা তার কাছে গিয়ে দেখে তিনি কেবল জীবতই রয়েছেন তা নয়, দিব্যি দাঁড়িয়ে মানচিত্র দেখতে ব্যস্ত।

ব্রিটেনের দৈনিক ডেইলি টেলিগ্রাফ এ তথ্য জানায়।

পত্রিকাটি আরও জানায়, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি স্কটল্যান্ডের বেন নেভিস পর্বত থেকে থেকে পাঁচ মাইল পশ্চিমে ইসগুর কইনিখ মোর নামের আরেক পর্বতের চূড়ায় উঠে সবেমাত্র পা রেখেছিলেন। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পর্বতের বিশাল ঢাল বেয়ে গড়িয়ে পড়েন। একই সময়ে প্রশিক্ষণরত রাজপরিবারের একটি হেলিকপ্টার তাকে উদ্ধারে তৎক্ষণাত ঘটনাস্থলে পৌঁছায়।

হেলিকপ্টারের একজন ক্রু লেফটেন্যান্ট টিম বার্কার বলেন, ‘সত্যি ভাবতেই পারিনি যে, আমরা তাকে দাঁড়ানো অবস্থায় মানচিত্র পড়তে দেখব। এটি সত্যি অবিশ্বাস্য। তাই আমরা নিশ্চয়তার জন্য আবার ঘটনাস্থলের সব খাদ এবং রাস্তাগুলো পরীক্ষা করি যেখানে তার থাকার সম্ভাবনা ছিল। কিন্তু এটি সত্যি অবিশ্বাস্য। ’

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।