ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গণতন্ত্র এগিয়ে নেওয়ার কথা বললেন মোবারক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
গণতন্ত্র এগিয়ে নেওয়ার কথা বললেন মোবারক

কায়রো: গণতন্ত্র বজায় রাখতে এবং অর্থনৈতিক স্থিতাবস্থা ফিরিয়ে আনতে রোববার নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে বিরোধীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেন।



এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে গুরুত্ব দিতে বলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথোপকথন সম্প্রচার করা হয়।

দেশব্যপী আন্দোলনের মুখে ৩০ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা প্রবীণ এই নেতা গত শুক্রবার তার মন্ত্রিপরিষদ ভেঙে দেন। এরপর তিনি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ওমর সোলাইমানকে নতুন ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক বিমান চলাচল মন্ত্রী আহমেদ শফিককে হিসেবে প্রধানমন্ত্রী নিয়োগ দেন।

তিনি এই ভাষনে আরও বলেন, ‘আমি সবার সঙ্গে একমত হয়ে মনে করছি, সব দলের সঙ্গে আলোচনা করে রাজনৈতিক, সাংবিধানিক এবং আইনসভার পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। ’

এই আনুষ্ঠানিক ভাষণে আরও প্রধানমন্ত্রীকে আরও বলা হয় নতুন সরকারকে অবশ্যই ‘অর্থনৈতিক পূর্বাবস্থা ফিরিয়ে আনতে সৎ থাকতে হবে’ এবং ‘সব ধরনের দুর্নীতির সঙ্গে লড়াই করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।