ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে পার্লামেন্ট প্রথম অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
মিয়ানমারে পার্লামেন্ট প্রথম অধিবেশন শুরু

নায়পিদাউ: মিয়ানমারের জান্তানিয়ন্ত্রিত নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন সোমবার শুরু হয়েছে। আইনপ্রণেতারা এ লক্ষ্যে গোপনে জড়ো হয়েছেন।

খবর এএফপির।

নতুন পার্লামেন্ট ভবনে বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। ভবনটি জান্তা সরকারের রাজধানী নায়পিদাউয়ে অবস্থিত।

নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘সকাল ৮টা ৫৫ মিনিটে অধিবেশন শুরু হয়েছে। সব আইনপ্রণেতা অংশ নিয়েছেন। ’

গত নভেম্বর গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির অনুপস্থিতিতে মিয়ানমারের বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিতে নোবেলজয়ী সুচির দলও এ নির্বাচনে অংশ নেয়নি। গত দুই দশকের বেশিরভাগ সময়ই সু চি গৃহবন্দী অবস্থায় ছিলেন।

নভেম্বরের বিতর্কিত নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভলোপমেন্ট পার্টি বিপুল ভোটে বিজয়ী হয়। দেশের মোট এক হাজার ১৫৪টি আসনের মধ্যে এ দলটি পায় ৮৮২টি।

তবে এনডিএফ দলের আইনপ্রণেতা সয়ে উইন বলেন, গণতন্ত্রের দিকে ‘আমরা একধাপ এগিয়ে গেলাম। ’

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।