ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর নিয়ে সিরিয়া-লিবিয়ার সঙ্গে শ্যাভেজের আলাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
মিশর নিয়ে সিরিয়া-লিবিয়ার সঙ্গে শ্যাভেজের আলাপ

কারাকাস: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ রোববার মিশরের রাজনৈতিক সমস্যা নিয়ে সিরিয়ার বাশার আল-আসাদ এবং লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে আলোচনা করেছেন।

উভয় নেতার সঙ্গে ফোনালাপে শ্যাভেজ বলেন, মধ্যপ্রাচ্যের দেশ মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে যে বিক্ষোভ চলছে তার একটি শান্তিপূর্ণ সমাধানে সমর্থন রয়েছে কারাকাসের।



শ্যাভেজের কার্যালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, ‘এই পরিস্থিতিতে ঐক্য, ন্যায় বিচার এবং কল্যাণের পথ বেছে নিতে হবে। ’

এছাড়াও রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভিকে শাভেজ বলেন, ‘আমি ভীষণ উদ্বেগ প্রকাশ করছি। মিশরের পরিস্থিতি খুবই জটিল। প্রত্যেকটি দেশের সার্বভৌমত্বের কথা বিবেচনায় রেখে আমি এ বিষয়ে কিছু বলতে পারি না। ’

গাদ্দাফি শ্যাভেজের সঙ্গে আলোচনাকালে বলেন, ‘মিশরে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যা খুবই জঘন্য। ’

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।