ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোবারকের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
মোবারকের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা ইসরায়েলের

জেরুজালেম: যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতদের মিশরের বর্তমান প্রেসিডেন্ট হোসনি মোবারকের সরকারের পক্ষে সমর্থন আদায়ের নির্দেশ দিয়েছে। ইসরায়েলের দৈনিক হারিটজ মঙ্গলবার এ তথ্য জানায়।



এই সংবাদপত্রটি আরও জানায়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তার কূটনৈতিকদের বলেছে, ‘পুরো মধ্যপ্রাচ্য মিশরে তার (মোবারকের) শাসনের স্থিতাবস্থা চায়। ’

গত সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ,রাশিয়া এবং ইউরোপীয়ভুক্ত দেশগুলোতে ইসরাইলের  বেশ কয়েকটি দূতাবাসে এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়। এই বার্তায় লেখা ছিল, ‘প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে জন সমালোচনাকে অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। ’

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর একজন মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা কোনো মন্তব্য করেননি।

মিশরের এই অভ্যুত্থানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেন, তিনি তার মন্ত্রীদের মিশরের পরিস্থিতি বিষয়ে জনসম্মুখে কোনো মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।