ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

তিউনিস: তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ উনাইয়েস (৭৫) রোববার পদত্যাগ করেছেন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা টিএপি এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।



তিউনিসিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানৌচি গত ২৭ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারে রদবদলের সময় সাবেক এ অবসরপ্রাপ্ত কূটনীতিক সরকারে যোগ দেন।  

১৭ জানুয়ারি ঘোষিত নতুন সরকারে তাকে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে ৪ ফেব্রুয়ারি ফ্রান্স সফর শেষে দেশে ফেরার পর তিনি খুব অল্প সময়ের জন্য কাজে যোগ দিয়েছিলেন।

কারণ প্যারিস সফরের পর গত ৭ ফেব্রুয়ারি তার তাৎক্ষণিক প্রস্থানের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীরা মন্ত্রণালয়ের ভেতর ও বাইরে বিক্ষোভ শুরু করেন। এর পরিপ্রেক্ষিতেই রোববার তিনি পদত্যাগ করলেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।