ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় ১৭ তরুণ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১
উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় ১৭ তরুণ নিহত

লক্ষ্ণৌ: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ট্রেন দুর্ঘটনায় নিহত তরুণের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। ট্রেনটির ছাদে শত শত তরুণ অবস্থান নেওয়ার সময় ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার কর্মকর্তারা এ তথ্য জানান।

রাজ্যের শাজাহানপুর এলাকায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণরা আধাসামরিক বাহিনী ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশে (আইটিবিপি) যোগ দিতে পার্শ্ববর্তী বেরিলি অঞ্চলে জড়ো হয়েছিলেন। দ্রুতগামী জম্মু-হাওড়া হিমগিরি এক্সপ্রেস নামের এই ট্রেনটি একটি ওভারব্রিজের নিচ দিয়ে যওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। আহত ১৪ জনের মধ্য থেকে আরও তিনজন মারা গেলে নিহতের সংখ্যা ১৭-তে পৌঁছাল।

শাজাহানপুরের জেলা ম্যাজিস্ট্রেট অজয় চৌহান বলেন, ‘আহত ব্যক্তিদের যখন উন্নত চিকিৎসার জন্য লèৌতে নেওয়ার পথে একজন মারা যান। অপর দুইজন শেষ রাতের দিকে মারা যান। ’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার সময় ছাদে অবস্থান নেওয়া কিছু যাত্রী নিজেদের রক্ষা করতে সোজা হয়ে শুয়ে পড়ে, কেউ ভয়ে নিচে লাফ দেয় আর বাকিরা ওভারব্রিজের সঙ্গে পিষে যায়। ’

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।