ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে গণতন্ত্রে উত্তরণ শুরু করতে হবে এখনই: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১
মিশরে গণতন্ত্রে উত্তরণ শুরু করতে হবে এখনই: ওবামা

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, হোসনি মোবারককে থামাতে মিশরে ‘নিয়মতান্ত্রিক উত্তরণ’ এখনই শুরু করতে হবে। মঙ্গলবার হোসনি মোবারকের ভাষণের পর রাতে ওবামা এই বিবৃতি দেন।



মোবারক মঙ্গলবার ঘোষণা দেন, তিনি সেপ্টেম্বরের নির্বাচনে অংশ না নিলেও এখনই পদত্যাগ করছেন না। অর্থাৎ বয়োবৃদ্ধ এই নেতা আরও আট মাস ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা করছেন।

এদিকে, ওবামা চার মিনিটের ভাষণে সতর্ক করে বলেন মিশরের জন্য ‘সামনে কঠিন সময় আসছে। ’ তিনি আরও বলেন মিশরে স্বাধীনতার উত্তরণ অবশ্যই ‘অর্থপূর্ণ’ এবং ‘শান্তিপূর্ণ’ হবে ।

মোবারকের সঙ্গে ফোনালাপের পর ওবামা বলেন, ‘আমরা একটি মহান দেশ এবং দীর্ঘ দিনের বন্ধু রাষ্ট্রের নতুন অধ্যায় সূচনার সাক্ষী হতে যাচ্ছি। মিশরের এই প্রেসিডেন্ট বুঝতে পারছেন, বর্তমান পরিস্থিতি আর চলবে না এবং এখানে অবশ্যই একটি পরিবর্তন আসবে। ’

এদিকে, মোবারক তার মঙ্গলবারের ভাষণে বলেন ‘দেশের কল্যাণের জন্য’ তিনি কর্মজীবনের ইতি টানবেন। এছাড়াও তিনি ‘শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর’ করবেন বলেও জানান।

মিশরে মোবারকের পদত্যাগের দাবিতে সপ্তাহব্যাপী চলা বিক্ষোভে এ পর্যন্ত ৩০০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছে কয়েক হাজার। মঙ্গলবার এই বিক্ষোভকে আরও দৃঢ় করতে ‘লাখো মানুষের মিছিল’ আহ্বান করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।