ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ এএফপি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১

পেশোয়ার: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের মার্কেটে বুধবার সকালে গাড়িবোমা বিস্ফোরণে নয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানানো হয়।



লেডি রিডিং হাসপাতালের প্রধান আবদুল হামিদ আফ্রিদি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমরা নয়টি মৃতদেহ পেয়েছি। নিহতদের মধ্যে তিনটি শিশু ও একজন নারী রয়েছেন। ’ পেশোয়ারের পুলিশ প্রধান লিয়াকত আলি খান নিহতের সংখ্যা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।