ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা অগ্রহণযোগ্য: বান কি মুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১
শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা অগ্রহণযোগ্য: বান কি মুন

লন্ডন: জাতিসংঘ মহাসচিব বান কি মুন বুধবার বলেছেন, মিশরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা অগ্রহণযোগ্য। সরকার বিরোধী আন্দালনের নবম দিনে বিক্ষোভকারী ও মোবারকে সমর্থকদের সংঘর্ষের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করলেন।



ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক শেষে বান কি মুন সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর যে কোনো ধরনের হামলা অগ্রহণযোগ্য এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ’

ক্যামেরনও রাজধানী কায়রোতে ভয়াবহ দৃশ্যের হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।