ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু বোমা ব্যবহারের দ্বারপ্রান্তে আল-কায়েদা: উইকিলিকস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১
পরমাণু বোমা ব্যবহারের দ্বারপ্রান্তে আল-কায়েদা: উইকিলিকস

লন্ডন: জঙ্গি সংগঠন আল কায়েদা পরমাণু বোমা ব্যবহারের সামর্থ্য অর্জনের কাছাকাছি চলে গেছে--এমন তথ্য ফাঁস করেছে সাড়া জাগানো ভিন্নধারার গণমাধ্যম উইকিলিকস। খবর এএফপির।

 

বুধবার ব্রিটিশি দৈনিক টেলিগ্রাফে প্রকাশিত খবরে জানা গেছে, তেজস্ক্রিয় ক্ষমতাসম্পন্ন এ বোমা তৈরির জন্য আল-কায়েদা পরমাণু সংক্রান্ত সরঞ্জাম ও বিজ্ঞানী নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছিলো।

২০০৯ সালের জানুয়ারি মাসে ন্যাটোর এক বৈঠকে নিরাপত্তা বিষয়ক প্রধান প্রথম এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই বৈঠকে আল-কায়েদার ‘নিউকিয়ার রেডিওঅ্যাকটিভ ইম্প্রভাইস এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) নির্মাণের পরিকল্পনার কথা প্রথম প্রকাশ করা হয়।    

অস্থায়ী এ পরমাণু বোমা যে এলাকায় ব্যবহার করা হবে সেই পুরো এলাকা বহুদিন পর্যন্ত দূষিত অবস্থায় থাকবে। এছাড়া এ বোমা আফগানিস্তান যুদ্ধে নিয়োজিত ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে বলেও আশঙ্কা করা হয়।

এছাড়া সন্ত্রাসীদের কাছে পরমাণু বোমার চেয়েও আরও উন্নত বিস্ফোরক যন্ত্র তৈরির মতো প্রযুক্তিগত সরঞ্জাম আছে বলেও ২০০৮ সালে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে দেন।

একইসঙ্গে পরমাণু পদার্থসমূহ চোরাচালানের বিষয়েও বিদেশের মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনকে সতর্ক করে দেওয়া হয়। সন্ত্রাসী দলের বিপুল পরিমাণ উচ্চ তেজস্ক্রিয়তাসম্পন্ন সরঞ্জাম ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য জুড়ে পাচার করার বিরুদ্ধে সতর্কতা জারির বিষয়টিও দলিলপত্রে উল্লেখ করা হয়।

২০১০-এ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জ্যানেট ন্যাপোটিলানো উদ্বেগ প্রকাশ করেন বলে এতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।