ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ছায়াপথে পৃথিবী আকৃতির ৫টি গ্রহের অস্তিত্ব

জাকির হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
ছায়াপথে পৃথিবী আকৃতির ৫টি গ্রহের অস্তিত্ব

মহাবিশ্বে আমরা কি একা? মোটেই তা নয়। নাসার কেপলার মহাকাশ দূরবিনে সে সম্ভাবনাকে ক্ষীন বলে প্রতিয়মান করেছে।



নাসার বিজ্ঞানিরা ঘোষণা দিয়েছেন আমাদের মহাকাশে পৃথিবী আকৃতির ৫টি গ্রহ একটি উপগ্রহকে কেন্দ্রকরে ঘুরছে বলে কেপলার সনাক্ত করেছে।    

এই গ্রহগুলো ঘুরছে বাসযোগ্য অবস্থানে। এগুলো সূর্য থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করছে এবং এতে তরল পানির অস্তিত্ব রয়েছে। যা জীবন ধারণের জন্য উপযুক্ত।

নাসার প্রশাসক চালর্স বোল্ডেন বলেন, এ যাবৎকালে পৃথিবী ও এর বায়ুমন্ডলের বাইরে কোনো গ্রহের অস্তিত্বের বিষয়টি ছিলো বিজ্ঞানের কল্পকাহিনী। কিন্তু কেপলার আজ সেই কল্প কাহিনীকে সত্যে রূপ দিয়েছে।

কেপলারের বিজ্ঞানীরা দূরবিনে ৫টি গ্রহের অস্তিত্ব পেয়েছে। সবকটি গ্রহই আকৃতিতে পৃথিবীর চেয়ে বড়। আর এগুলো একটি সূর্য্যকে কেন্দ্র করে ঘুরছে। যা পৃথিবী থেকে দুই হাজার আলোকবর্ষ দূরে।


কেপলারের প্রধান তদন্তকর্মকর্তা উইলিয়াম বুরোচি জানান, এখন পংন্ত দূরবিনে একহাজার ২০০টি গ্রহের অস্তিত্ব পাওয়া গেছে। আমাদের মহাকাশের ছায়া পথে এধরনের অসংখ্য গ্রহের অস্তিত্ব পাওয়া যাবে বলে আমাদের বিশ্বাস।


বাংলাদেশ সময়: ১৩১২ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।