ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সামরিক সহায়তা বন্ধ করা উচিৎ যুক্তরাষ্ট্রের: এইচআরডব্লিউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
মিশরে সামরিক সহায়তা বন্ধ করা উচিৎ যুক্তরাষ্ট্রের: এইচআরডব্লিউ

নিউইয়র্ক: মিশরের সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের বিশাল পরিমাণ সহায়তা দেওয়া বন্ধ করা উচিত বলে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) মন্তব্য করেছে। দেশটির সরকাপন্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষের পর আবারও সহিংস ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ নেওয়া উচিত বলে বুধবার মন্তব্য করে সংস্থাটি।

খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের মিত্র মিশর তার দেশের সেনাবাহিনীর জন্য প্রতিবছর ওয়াশিংটনের কাছ থেকে প্রায় ১৫০ কোটি ডলার সহায়তা নিয়ে থাকে।  

বুধবার শুরু হওয়া দু’পক্ষের সংঘর্ষে আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন বলে মিশরের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

নিউইয়র্ক ভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি এক বিবৃতিতে বলে, ‘কায়রোর তাহরির স্কয়ারে চলতি বছরের ২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে চলমান বিক্ষোভে পেট্রল বোমা, লাঠি এবং চাবুক নিয়ে সরকারপন্থীদের হামলা থেকে বিক্ষোভকারীদের নিরাপত্তা দিতে সেনাবাহিনী ব্যর্থ হয়েছে। ’     

এইচআরডব্লিউ জানায়, ‘এক্ষেত্রে গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীদের রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদ্বিচ্ছা নিয়ে গুরুতর সন্দেহ দেখা দিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে মিশরের সেনাবাহিনীর জন্য সব ধরনের সহায়তা বন্ধ করে দেওয়ার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হোসনি মোবারককে জানানো উচিত। ’

এদিকে, বুধবারের সহিংস ঘটনা বৃহস্পতিবারও অব্যাহত ছিলো। বিক্ষোভের দশম দিন বন্দুকের গুলিতে কমপক্ষে দুজন নিহত ও বহু মানুষ আহত হন বলে প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।