ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সরকারপন্থী এবং বিরোধীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
ইয়েমেনে সরকারপন্থী এবং বিরোধীদের বিক্ষোভ

সানা: ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে উৎখাতের দাবিতে বৃহস্পতিবার দেশটির সানা বিশ্ববিদ্যালয়ে দশ হাজারেরও বেশি বিক্ষোভকারী সমবেত হয়েছে। খবর এএফপির।



অন্যদিকে প্রায় একই সংখ্যক সরকার সমর্থক রাজধানীর কেন্দ্রস্থল আল-তাহরির স্কয়ারে জড়ো হয়েছে।

বিরোধী দল কমন ফোরামের জোট ইসলামিস্ট আল-ইসলাহের আইনপ্রণেতা নাজিব ঘানেম সালেহ-বিরোধী বিক্ষোভের ব্যাপারে বলেন, ‘আমরা দুর্নীতি এবং স্বৈরশাসনের অবসান লক্ষ্যে এখানে এসেছি। ’

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলির পতনের জন্য জনপ্রিয় আন্দোলন এবং মিশরে সরকার বিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ন্যায়ের জন্য বিদ্রোহ শুরু হয়েছিল তিউনিসিয়ায়। বর্তমানে তা চলছে মিশরে এবং আগামীতে ইয়েমেনও অন্যায় থেকে মুক্ত হবে। ’

কমন ফোরাম থেকে বিভিন্ন বক্তারা জনতার ভীড়ের কথা উল্লেখ করে একই কথা বারবার বলেন, ‘যতদিন এই অন্যায় শাসন চলবে ততোদিন পর্যন্ত আমরা আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। ’

অন্যদিকে, সালেহর সমর্থনকারীরা আল-তাহরির স্কয়ারে একইভাবে সমবেত হয়ে তার প্রতি সমর্থন প্রকাশ করছেন।

তারা ‘আমরা আলি আবদুল্লাহ সালেহের সঙ্গে আছি। আমরা ইয়েমেনের সঙ্গে আছি। বিরোধী দলগুলো ইয়েমেনের ধ্বংস চায়। ’ ধ্বংসের প্রতি না, বৈরিতার প্রতি না’ লেখা ব্যানার বহন করছিলের তারা।

সালেহর জেনারেল পিপলস কংগ্রেস পার্টির সশস্ত্র সমর্থকরা যখন বুধবার রাতে তাবু টানিয়ে এবং প্রেসিডেন্টের ছবি নিয়ে আল-তাহরির স্কয়ার দখল করে তখনই বিরোধী দল এই বিশৃঙ্খলতা করার সিদ্ধান্ত নেয়।

সালেহ শাসনের বিরুদ্ধে এই আন্দোলন চলতি বছরের জানুয়ারির মাঝামাঝিতে শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।