ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৭ মাস পর নেপালে নতুন নেতা নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
৭ মাস পর নেপালে নতুন নেতা নির্বাচিত

কাঠমুন্ডু: নেপালের প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার বামপন্থী ঝালানাথ খানালকে নির্বাচিত করেছেন দেশটিন আইনপ্রণেতারা। এর মধ্য দিয়ে দেশটির সাত মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।

খবর এএফপির।

মাওবাদীদের সমর্থন পাওয়ার পর ইউএমএলের (ইউনিফাইড মার্কস্টি লেনিনিস্ট) চেয়ারম্যান খানাল নির্বাচনে জয় লাভ করেন। এর মধ্য দিয়ে গত জুন থেকে চলে আসা দেশটির নেতৃত্বের শূন্যতার অবসান হলো।

এর আগে দেশের তিন বড় রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় নেপালে প্রধানমন্ত্রী নির্বাচনের ১৬ বারের চেষ্টা ব্যর্থ হয়।

স্পিকার সুভাষ চন্দ্র নিমওয়াঙ্গ সংসদে বলেন, ‘৩৬৮টি ভোট পেয়ে খানাল সংখ্যাগরিষ্ঠা অর্জন করেন। তাই আমি তাকে নির্বাচনে জয়ী ও নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করছি। ’

কিন্তু এ ঘোষণার পর পরই গণমাধ্যমের সামনে কোনো প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত সংসদ ত্যাগ করেন খানাল।

তবে নির্বাচনের আগে সংসদীয় ভাষণে তিনি বলেছিলেন, ‘আমাদের হয় খুব দ্রুত সামনে এগিয়ে যেতে হবে বা আবারও সংকটে পড়তে হবে। ’

মাওবাদী নেতা পুষ্প কমল দহল বা প্রচন্ড শেষ মুহূর্তে নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়ে খানালকে সমর্থনের পর পরই তার এ বড় জয় আসে।

তবে নতুন সরকারের গঠন কাঠমো সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও এতে সাবেক বিদ্রোহীদের যুক্ত করা হবে বলেই ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।