ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আঙ্কারায় গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
আঙ্কারায় গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৬

আনকারা: তুরস্কের রাজধানী আঙ্কারা শিল্পাঞ্চলে দুইটি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। আঙ্কারার কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য জানায়।



গ্যাস ফুটো হয়ে বের গেলে এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে আঙ্কারার উপশহর ওসটিনের জেনারেটর তৈরির একটি কারখানায় প্রথম বিস্ফোরণটি ঘটে। এতে সাতজন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়।

একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণে চারজন নিহত হয়। উদ্ধারকারীরা বলছেন শুক্রবার এখান থেকে আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারীরা আরও জানায়, বিস্ফোরণের পর ধ্বংসস্তুপের নিচে আরও ডজনখানেক লোক আটকা পড়েছে। বিষাক্ত রাসায়নিকের কারণে সেখানে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।