ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের সঙ্গে সামরিক এবং রাজনৈতিক সম্পর্ক

জোরদার করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

শিহাবউদ্দিন কিসলু, নিউইয়র্ক প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
জোরদার করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

নিউইয়র্ক: দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন বছরে কি ধরনের পররাষ্ট্রনীতি এবং কৌশল গ্রহণ করবে, সে বিষয়ে গত বুধবার সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারিমন্ত্রী কুর্ট এম ক্যাম্পবেল।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সর্ম্পক উন্নয়নে সামরিক এবং রাজনৈতিক সহযোগীতাপূর্ণ সম্পর্ক জোড়দার করার আশা প্রকাশ করেন ক্যাম্পবেল।

তিনি বলেন,‘ভারত ও চীনের মধ্যে আলোচনায় আমরা সমর্থন করব’।

দণি পূর্ব এবং উত্তর পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে পরমাণু বিষয়ে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের সদস্যপদ নিয়ে আলোচনা করার আগ্রহের কথাও জানান ক্যাম্পবেল।

আশিয়ান সম্মেলন এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পূর্ব এশিয়ার আসন্ন আশিয়ান সম্মেলনে যোগ দেবেন। ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি এই সম্মেলনে অংশ নেবেন।

ক্যাম্পবেল তার সাম্প্রতিক ফিলিপাইন এবং সিঙ্গাপুর সফরকে অত্যন্ত সফল হিসেবে উল্লেখ করেন।

ক্যাম্পেলকে বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর প্রতিনিধি ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা এবং মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব জিজ্ঞাসা করলে তিনি সরাসরি কোনো মন্তব্য করেন নি।  

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।