ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানামরের সাবেক সেনা প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
মিয়ানামরের সাবেক সেনা প্রেসিডেন্ট নির্বাচিত

ইয়াঙ্গুন: মিয়ানমারের অবসরপ্রাপ্ত জেনারেল ও সাবেক প্রধানমন্ত্রীকে শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে দেশটি। সরকারি একজন কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানান।



এর মধ্য দিয়ে দেশটির নতুন রাজনৈতিক ব্যবস্থায় আবারও সেনাবাহিনীর অবস্থান পাকাপোক্ত হলো।

গত বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন থেইন সেইন। শুক্রবার তিনিই সংখ্যাগরিষ্ঠ ভোটে মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমারের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানান।  

নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্টের প্রথম কাজ সরকারে লোক নিয়োগ দেওয়া। এক্ষেত্রে সেনাবাহিনীই যে সংসদে আধিপত্য করবে এ বিষয়টি প্রায় নিশ্চিত।

তবে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি প্রধানমন্ত্রী পদে তার অবস্থান বজায় রাখবেন বলেই ধারণা করা হচ্ছে।

তবে জটিল সংসদীয় নিয়ম অনুযায়ী মিয়ানমারের পার্লামেন্টের উচ্চ, নিম্ন কক্ষ এবং সেনা সদস্যরা আলাদাভাবে একজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেন।

পরবর্তীতে একটি নির্বাচিত কমিটি ওই তিন মনোনীত প্রার্থী থেকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। এদের সবাই মিয়ানমারের সেনাবাহিনীর অনুগত দল ইউএসডিপির সদস্য। সেনাবাহিনী ১৯৬২ সাল থেকে অব্যাহতভাবে মিয়ানমার শাসন করে যাচ্ছে।

দুজন ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন টিন অং মিন্ট ও এবং অপরজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ জেনারেল এবং জান্তা থান শয়ের মিত্র আদিবাসী সাই মাউক খাম।

১৯৯২ সাল থেকে শক্ত হাতে মিয়ানমার শাসন করা থান শয়ে রাজনীতির ওপরের দিকে কোনো পদ নেবেন বলেই বিশ্লষকরা ধারণা করেছিলেন। তবে এখন তিনি পর্দার আাড়ালে থেকে তার নিয়ন্ত্রণ বজায় রাখবেন বলেই মনে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।