ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে গণতন্ত্রে উত্তরণ হতে হবে শান্তিপূর্ণ: মুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
মিশরে গণতন্ত্রে উত্তরণ হতে হবে শান্তিপূর্ণ: মুন

বার্লিন: জাতিসংঘের মহাসচিব বান কি মুন শুক্রবার বলেছেন, মিশরে গণতন্ত্রে উত্তরণ হতে হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে। খবর এএফপির।



তিনি জোর দিয়ে আরও বলেন, ‘আমি আশা করি, আজ (শুক্রবার) বিক্ষোভ হবে কোনো সহিংসতার ঘটনা ছাড়াই। এ পর্যন্ত আমরা অনেক সহিংসতা ও রক্তপাত দেখেছি। ’ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিদো ভেস্তেরভেলের সঙ্গে একটি বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বান কি মুন বলেন, ‘অবাধ ও স্বচ্ছ নির্বাচনের দিকে যেতে এখনই শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া আরম্ভ করার সময়। যতো তাড়াতাড়ি সম্ভব এই পরিবর্তন শুরু করতে হবে। জাতিসংঘ এ বিষয়ে সহায়তার করতে প্রস্তুত। ’

ভেস্টেরভেল বলেন, গণতান্ত্রিক পরিবর্তন এখনই শুরু করার দরকার। বিরোধীদের সঙ্গে সংলাপে প্রবেশ করা প্রয়োজন বলেও তিনি জানান। আরও বলেন, ‘আমাদের সাবধানতার সঙ্গে এগিয়ে যাওয়া উচিৎ। এটা মিশরের জনগণের স্বার্থের সঙ্গে জড়িত, তারাই দেশ শাসন করবে। ’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।