ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ‘ভুখা দাঙ্গা’ হতে পারে: ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
বিশ্বজুড়ে ‘ভুখা দাঙ্গা’ হতে পারে: ফ্রান্স

রোম: বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ায় ‘ভুখা দাঙ্গা’ ঘটতে পারে বলে ফ্রান্স শুক্রবার সতর্ক করে দিয়েছে। ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য সংস্থা (এফএও) তথ্য মতে গত মাসে খাদ্যের দাম সর্বোচ্চ সীমায় পৌছেছে।



জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান জ্যাক দিউফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফ্রান্সের কৃষিমন্ত্রী ব্রনো লা মেয়ার বলেন, ‘সত্যিই ভুখা দাঙ্গার ঝুঁকি রয়েছে। ’

এদিকে, বিশ্বের অর্থনীতিকে নেতৃত্ব দিতে ফ্রান্স সম্প্রতি জি-২০ সভাপতি নির্বাচিত হয়ে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছে।

এফএও বৃহস্পতিবার জানায়, জাতিসংঘ ১৯৯০ সাল থেকে খাদ্যের দাম জরিপ করা শুরু করে। এর মধ্যে এবারই সবচেয়ে বেশি খাদ্যের দাম বেড়েছে।

এদিকে, ২০০৭ ও ২০০৮ এর খাদ্যের দাম বাড়ার কারণে হাইতি এবং ফিলিপাইনসহ আফ্রিকার বেশিরভাগ দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছিল।

অক্সফাম বর্তমানে খাদ্যের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বলেছে, ‘বিশ্বের রাজধানীগুলোতে বিপদ ঘণ্টা বাজবে’ কারণ এ শহরগুলোয় লাখ লাখ মানুষ ক্ষুধার হুমকিতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।