ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টাইমস স্কয়ারে বিক্ষোভ

‘মোবারককে যেতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১
‘মোবারককে যেতে হবে’

নিউইয়র্ক: শত শত বিক্ষোভকারী শুক্রবার নিউইয়র্কের টাইমস স্কয়ারে জড়ো হয়ে মিশরের হোসনি মোবারকের বিরুদ্ধে স্লোগান দেন। খবর এএফপির।



এ সময় বিক্ষোভকারীরা ‘মোবারককে যেতে হবে’ স্লোগান দিচ্ছিলেন। তাদের হাতে মিশরের পতাকা এবং হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ‘মোবারককে মার্কিন সহায়তা বন্ধ করতে হবে’ এবং ‘ঐক্যবদ্ধ মিশর পরাজয় মানে না। ’

নিউইয়র্কে বসবাসকারী মিশরের নাগরিক ইব্রাহিম মোসবা এএফপিকে বলেন, ‘আমি এখানে প্রেসিডেন্ট মোবারককে পদত্যাগ করার কথা বলতে এসেছি। তিনি একজন স্বৈরশাসক কিন্তু মিশরের মানুষ এখন জেগে উঠেছে। আমাদের প্রয়োজন স্বাধীনতা। ’

ভিয়েতনাম যুদ্ধের প্রবীণ স্বাক্ষী বিল স্টেইয়ার্ট মোবারকের উদ্দেশ্যে বলেন, ‘জাহান্নামে যাও। তিনি একজন ঘৃণ্য স্বৈরশাসক। তিনি মানুষকে পুতুলের মতো নাচিয়েছেন এবং মানবাধিকারের প্রতি তার কোনো নজর নেই। ’

এদিকে, নিউইয়র্কে গত সপ্তাহে তুষারঝড়ের পর এখনও সেখানে তাপমাত্রা নিম্নপর্যায়ে। এরই মধ্যে বিক্ষোভকারীরা মোবারক বিরোধী বিক্ষোভ করছে, স্লোগান দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।