ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে ইসলামি বিপ্লব হচ্ছে না: মুসলিম ব্রাদারহুড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১
মিশরে ইসলামি বিপ্লব হচ্ছে না: মুসলিম ব্রাদারহুড

বার্লিন: মিশরের চলমান বিক্ষোভে প্রভাব বিস্তারকারী মুসলিম ব্রাদারহুডের ভূমিকা ততো জোরালো নয় বলে শনিবার মন্তব্য করেছেন সংগঠনটির এক নেতা।

জার্মানির সাপ্তাহিক ডের স্পিগেল আগামী সোমবার মুসলিম ব্রাদারহুডের নেতা রাশেদ আল-বায়োমির সাক্ষাৎকার প্রকাশ করতে যাচ্ছে।



রাশেদ আল-বায়োমি বলেন, ‘এটা মিশরীয় জনগণের বিক্ষোভ। পশ্চিমা বিশ্ব আমাদের কথা শুনতে রাজি না। কিন্তু আমরা শয়তান না। আমরা সহিংসতা নয়, শান্তি চাই। ’

এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় হোসনি মোবারকের সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমাদের ধর্ম নারকীয় নয়, এতে অন্য ধর্মের বিশ্বাসকেও শ্রদ্ধা করা হয়, এটাই আমাদের ধর্মের মূলনীতি। ’

তবে একই সংবাদমাধ্যমে মিশরের গণআন্দোলনের সঙ্গে মুসলিম ব্রাদারহুডকে জড়ানো বড় ধরনের ভুল বলে মন্তব্য করেন মার্কিন রিপাবলিকান সিনেটর জন ম্যাকেইন। তিনি বলেন, ‘এটি একটি চরমপন্থী দল যাদের মূল উদ্দেশ্য সমাজে শরিয়া আইন চালু করা। দলটি পুরোপুরিই গণতন্ত্র বিরোধী, বিশেষত নারীদের অধিকারের বিষয়ে। ’

এর আগে মোবারকের পদত্যাগের পর আলোচনার জন্য প্রস্তুত বলে শুক্রবার মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বদি জানান।

নতুন নিয়োগপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমানের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের একটি দাবি আছে। এটা পূরণ হলেই আমরা আলোচনায় বসবো। ’

বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে সুলেইমান বিরোধীদের আলোচনার পরিকল্পনায় মুসলিম ব্রাদারহুডদকে সম্পৃক্ত করার কথা জানান।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।