ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে তিন মার্কিন গোয়েন্দার বিচার শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
ইরানে তিন মার্কিন গোয়েন্দার বিচার শুরু হচ্ছে

তেহরান: দেশের ভেতরে অবৈধ অনুপ্রবেশ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান তিনজন মার্কিন নাগরিককে বিচারের মুখোমুখি করতে যাচ্ছে। খবর বিবিসির।



সারাহ শোর্ড, জশ ফাত্তাল ও শেন বাউয়ের নামের ওই তিনজনকে ২০০৯ সালে গ্রেপ্তার করা হয়। সেসময় তারা ইরান-ইরাক সীমান্তে হাঁটাহাঁটি করছিলেন।

গত বছর সেপ্টেম্বরে শোর্ডকে জামিনে মুক্তি দেওয়া হলে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার অনুপস্থিতিতেই বিচার শুরু হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আটক ব্যক্তিদের আইনজীবী মাসুদ শফি বলেন, বিচার শুরু করার আগে তার মক্কেলদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

তিনি বলেন, ‘শেন ও জশের সঙ্গে আমাকে দেখা করা প্রয়োজন ছিল। কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না। আমাকে বলা হয়েছে, বিচার শুরুর আগে দুই/এক ঘণ্টা আমি তাদের সঙ্গে কথা বলতে পারব। ’

এর আগে গত নভেম্বর বিচার কাজ শুরুর তারিখ নির্ধারিত ছিল। তবে শোর্ডের বিরুদ্ধে আদালতে উপস্থিত হওয়ার সমন জারি না হওয়ায় তা স্থগিত হয়ে যায়।

ইরান জানিয়েছে, শোর্ড নামের ওই নারী আদালতে হাজির না হলে তার জামিনের অর্থ (পাঁচ লাখ মার্কিন ডলার) বাজেয়াপ্ত করা হবে। আইনজীবী শফি বলেন, শোর্ড আদালতে হাজির হতে পারবেন না।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, তেহরান পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে এ কর্মসূচি চালাচ্ছে। ইরান এ অভিযোগ নাকচ করে বারবারই জানিয়ে আসছে, দেশটির শান্তিপূর্ণ উদ্দেশ্যে কর্মসূচি চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।