ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্বৈরশাসকদের জন্য মিশর একটি উচিৎ শিক্ষা: বান কি মুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
স্বৈরশাসকদের জন্য মিশর একটি উচিৎ শিক্ষা: বান কি মুন

মিউনিখ: মিশরসহ পাশ্ববর্তী অন্যান্য অঞ্চলে চলমান বিক্ষোভ স্বৈশাসকদের জন্য একটি ভাল শিক্ষা বলে জাতিসংঘ মহাসচিব বান কি মুন রোববার মন্তব্য করেছেন।

জার্মানির মিউনিখে চলমান নিরাপত্তা সম্মেলনে উপস্থিত বান কি মুন এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘সরকারের সব সময় মৌলিক চাহিদা ও মানবাধিকার বঞ্চিত জনগণের পাশে থাকা উচিত।

এ ধরনের ব্যাপক বিক্ষোভের পর নেতারা এ বিষয়ে আরও মনোযোগী হবেন বলেই আমি আশা করছি। এটা তাদের জন্য একটি ভাল শিক্ষা। ’

একই সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন বলেন, ‘বর্তমান প্রজন্ম তাদের সরকারকে আরও কার্যকরী, দায়িত্বশীল ও আরও মুক্ত দেখতে চায় এবং এটা তাদের অধিকার। ’

‘আর এটাই তিউনিস, কায়রোসহ এ অঞ্চলের অন্যান্য শহরের রাস্তাগুলোতে চলমান বিক্ষোভের মূল কারণ। নাক উঁচু স্বভাবের দিন ফুরিয়েছে। ’

হিলারি আরও বলেন, ‘পুরো অঞ্চলজুড়ে এখন মুক্ত, স্বচ্ছ, ন্যায্য এবং জবাবদিহিতামূলক ব্যবস্থার জন্য যথাযথ এবং প্রকৃত অগ্রগতি প্রয়োজন। ’

তিউনিসিয়ার বিক্ষোভ থেকে অনুপ্রাণিত হয়ে মিশরে প্রায় দুই সপ্তাহ ধরে ব্যাপক আকারে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ইয়েমেন ও জর্দানসহ আরব বিশ্বের বেশ কয়েকটি দেশেও স্বৈরশাসকদের বিরুদ্ধে একই ধরনের বিক্ষোভ হয়।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।