ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মানুষের ঘুষিতে নাস্তানাবুদ কুমির!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
মানুষের ঘুষিতে নাস্তানাবুদ কুমির!

সিডনি: অস্ট্রেলিয়ার একটি জলাধারে দুই মেয়েকে নিয়ে সাতার কাঁটছিলেন এক বাবা। হঠাৎই কোথা থেকে এক কুমির এসে বাগড়া দেয় তাদের সাঁতার কাটায়।

কিন্তু এত সহজেই দমে যাওয়ার পাত্র নন তিনি। তাই মাথায় দশাসই এক ঘুষি বসিয়ে দিয়ে কুমিরটির বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে বসেন ওই ব্যক্তি।

অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলের উইপার কাছে বেনিং ক্রিকে সাতার কাঁটছিলো ওই পরিবারটি। ঠিক ওই সময়ই ৮ দশমিক ২ ফুট লম্বা বিশাল দেহের অধিকারী কুমিরটি তার তেমনই বিশাল চোয়াল দিয়ে কামড়ে ধরে ওই ব্যক্তির মাথা ও হাত। আর সেসময়ই কুমরিটির গায়ে সুযোগ বুঝে ঘুষি চালাতে শুরু করেন সাহসী ব্যক্তিটি।

এমনকি নিজেকে পানি থেকে তীরে নিরাপদে নিয়ে আসার আগ পর্যন্ত কুমিরটির সঙ্গে এ লড়াই চালিয়ে যান তিনি। এসময় অব্যাহতভাবে কুমিরটির নাকে ঘুষি দিতে থাকেন তিনি।

অসম এ লড়াই এ সাহসী ওই ব্যক্তি কিছুটা জখম হলেও তা ততটা গুরুতর নয় বলে পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে।  

লবণাক্ত পানির কুমিরের আক্রমণে অস্ট্রেলিয়ায় প্রতিবছর গড়ে ২ জন প্রাণ হারায়। স্থানীয়ভাবে ‘সল্টিজ’ নামে পরিচিত এসব কুমিরগুলো সাধারণত সাত মিটারের বেশি লম্বা ও এক টনেরও বেশি ওজনের হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা,ফেব্রয়ারি ০৬,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।