ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ, গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ, গোলাগুলি

নমপেন: থাইল্যান্ড এবং কম্বোডিয়ার বিরোধপূর্ণ সীমান্তে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। সোমবার সকালে চতুর্থ দিনের মতো গুলিবিনিময় হয়।

সংঘর্ষে এ পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন।

নমপেনে এক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেন,‘চতুর্থবারের মতো গোলাগুলি চলছে’।

প্রতিবেশী দেশ দুটির মধ্যে সোমবার সকাল ৮ টার দিকে সবশেষ গোলাগুলি শুরু হয় বলে নামপ্রকাশ না করে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন। তবে বি ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে তিনি তা জানাতে পারেন নি।

এদিকে থাই সেনাবাহিনী সুত্রে জানানো হয়, নিতান্তই ভুল বোঝাবুঝির জের ধরে সোমবার গুলিবিনিময় হয়। তবে তা ২ থেকে ৩ মিনিট স্থায়ী ছিলো।

১১ শতকের একটি প্রচীন মন্দিরকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে শুক্রবার থেকে উত্তেজন শুরু হয়। যা পরে সংঘর্ষে রূপ নেয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা,ফেব্রয়ারি ০৭,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।