ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনের আদালতে হাজির হচ্ছেন অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
লন্ডনের আদালতে হাজির হচ্ছেন অ্যাসাঞ্জ

লন্ডন: বিচারের জন্য যুক্তরাজ্য থেকে সুইডেনে নেওয়ার বিরুদ্ধে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ সোমবার তার আইনী লড়াই শুরু করছেন। খবর বিবিসির।



তার বিরুদ্ধে সুইডেনের দুইজন নারী যৌন হয়রানির অভিযোগ আনলে এই বিচার প্রক্রিয়া শুরু হয়। যদিও অ্যাসাঞ্জ এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

এই ধরনের অপরাধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে অ্যাসাঞ্জ সুইডেনের আইনজীবীদের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে এই আইনী যুদ্ধে নামছেন।

এদিকে এই বিচারের শুনানিতে লন্ডনের বেলমার্শ ম্যাজিস্ট্রেট আদালতে তার আইনজীবিরা একে মানবাধিকার ইস্যুর দিকে নিয়ে যাওয়ারও চেষ্টা করতে যাচ্ছেন।

অ্যাসাঞ্জের আইনী দলের নেতৃত্বে থাকা জেওফ্রি রবার্টসন বলছেন, যদি তার মক্কেলকে জোর করে সুইডেনে পাঠানো হয় তাহলে তাকে হয়ত এরপর যুক্তরাষ্ট্র অথবা গুয়েতনামো বে কারাগারে পাঠানো হবে।
 
উইকিলিকসের গোপন তথ্য প্রকাশের জন্য তাকে আলাদাভাবে শাস্তি দেওয়া হতে পারে। তাকে মৃত্যুদ- দেওয়া হতে পারে বলেও রবার্টসন আশঙ্কা প্রকাশ করছেন।

হইচই ফেলে দেয়া এই ওয়েবসাইট উইকিলিকস গত কয়েকমাস ধরেই যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, সামরিক এবং অন্যান্য আরও স্পর্শকাতর বিষয়ে গোপন সব তথ্য প্রকাশ করছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭ , ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।