ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের দখলে তাহরির স্কয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
বিক্ষোভকারীদের দখলে তাহরির স্কয়ার

কায়রো: মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে সোমবারও উত্তাল কায়রোর তাহরির স্কয়ার। বিক্ষোভকারীরা বলছেন এই আন্দোলন বন্ধ করতে যে আলোচনা শুরু হয়েছে তা পর্যাপ্ত নয়।



ঘন কুয়াশার সকালে শীতের সূর্য উঁকি দিতে দিতেই কায়রোর কেন্দ্রস্থল তাহরির স্কয়ারে তাঁবু ও কম্বলের নিচ থেকে বেরিয়ে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন। ৩০ বছর ক্ষমতায় থাকা মোবারককে সরাতে জোরদার আন্দোলন অব্যাহত রাখার পরিষ্কার ইঙ্গিত।

এদিকে, মোবারকের গুরুত্বপূর্ণ সেনাকর্মকর্তা এবং সম্ভাব্য উত্তরসূরি ওমর সুলেইমান এই আন্দোলন প্রশমিত করতে রোববার নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডসহ অন্য বিরোধীদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে সংবিধান সংশোধনীর জন্য একটি কমিটি গঠনের কথাও বলা হয়। তবে এই আলোচনায় জাতিসংঘের আল-বারাদি আমন্ত্রণ জানানো হয়নি।

আলবারাদি যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এনবিসিকে এই আলোচনা সম্পর্কে বলেন, ‘এই প্রক্রিয়া ধীর। কেউ জানে না এই মঞ্চে কে কার জন্য কথা বলছে। তবে যদি আপনারা আত্মবিশ্বাস গড়তে চান তাহলে মিশরের জনগণের সঙ্গে থাকতে হবে।

মিশরে টানা দুই সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৩০০ জন নিহত এবং হাজার হাজার লোক আহত হয়েছেন। প্রেসিডেন্ট হোসনি মোবারক বলেন, তিনি সেপ্টেম্বরের নির্বাচনে অংশ না নিলেও নৈরাজ্যের আশংকায় এখনই ক্ষমতা ছাড়ছেন না।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।