ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উলফার নেতৃত্বে ভাঙন

শান্তি আলোচনা প্রত্যাখ্যান পরেশ বড়ুয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
শান্তি আলোচনা প্রত্যাখ্যান পরেশ বড়ুয়ার

গৌহাটি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসম বা উলফার শীর্ষ নেতৃত্ব পর্যায়ে ভাঙন শুরু হয়েছে। সংগঠনটির কমান্ডার-ইন-চিফ পরেশ বড়ুয়া আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলে নেতৃত্ব পর্যায়ে এ মতভেদের সৃষ্টি হয়।

খবর আইএএনএসের।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে উলফার প্রচার সম্পাদক অরুণোদি দহোতিয়া জানান, ‘(ভারত) সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়ার উদ্দেশে সাধারণ পরিষদে যে সিদ্ধান্ত হয়েছে তা বৈধ নয়, কারণ খোদ সাধারণ পরিষদই অসাংবিধানিক। ’

এদিকে, গত শনিবার উলফার আরেক পক্ষের নেতারা জানান, গত সপ্তাহে সাধারণ পরিষদে সিদ্ধান্ত হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা নিঃশর্ত আলোচনা বসছে এবং গৃহীত সব সিদ্ধান্ত সম্পর্কে পরেশ বড়ুয়াকে জানানো হয়েছে।

সংগঠনের সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া। এতে উপস্থতি ছিলেন, ভাইস চেয়ারম্যান প্রদীপ গোগোই, ডেপুটি কমান্ডার-ইন-চিফ রাজু বড়ুয়া, পররাষ্ট্র বিষয়ক সম্পাদক সাশা চৌধুরী, অর্থ সম্পাদক চিত্রবন হাজারিকা, সংস্কৃতি সম্পাদক প্রণতী দেকা ও প্রবীণ নেতা ভীমকান্ত বুড়াগোহাইন প্রমখ।

উলফার বিবৃতিতে বলা হয়, ‘সংগঠনের সদর দপ্তরে (মিয়ানমারের কোনো এক স্থানে) জরুরি বৈঠক করি, যা শুরু রোববার শুরু হয়ে সোমবার সকালে শেষ হয়। এতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, চেয়ারম্যানের সভাপতিত্বে যে বৈঠক হয়েছে তা অসাংবিধানিক, কারণ শত্রু পক্ষের (সরকার) চাপে এ আলোচনা হচ্ছে। ’

আগামী ১০ ফেব্রুয়ারি রাজধানী নয়াদিল্লিতে উলফার সঙ্গে ভারত সরকারের আলোচনা শুরু হতে যাচ্ছে। এতে সরকারের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জিকে পিল্লাই। উলফার নেতৃত্ব দেবেন রাজখোয়া।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।