ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরের সহিংসতা, স্বাধীন তদন্তের নির্দেশ মোবারকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১
মিশরের সহিংসতা, স্বাধীন তদন্তের নির্দেশ মোবারকের

কায়রো: মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক তাহরির স্কয়ারে সহিংসতার সঠিক কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন । সরকারি বার্তা সংস্থা এমইএনএ সোমবার এ তথ্য জানিয়েছে।



বিক্ষোভকারী এবং মোবারকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বুধবার তাহরির স্কয়ারে ১১ জন বিক্ষোভকারী নিহত এবং বহু  আহত হন।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, মোবারক একটি স্বাধীন, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে বুধবারের সহিংসতার সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন। কমিটির যেন নিরপেক্ষতা এবং সততা দিয়ে তদন্ত করার সামর্থ থাকে সেদিকে লক্ষ্য রাখারও নির্দেশ দেন মোবারক।

অল্প কিছু বিক্ষোভকারীদের জন্য নিরপরাধ জনগণের প্রাণহানী ঘটেছে উল্লেখ করে, নিহতদের পরিবারের প্রতি সমোবেদনা জানান মোবারক।

দীর্ঘ ১৫ দিনের বেশি পুরো মিশর জুড়ে মোবারকের অপসারনের দাবিতে লাখ লাখ মানুষ তাহির স্কয়ার দখল করে রেখেছেন।    

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।