ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে হাজার বছর প্রাচীন মন্দির পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১
চীনে হাজার বছর প্রাচীন মন্দির পুড়ে ছাই

বেইজিং: চীনের নিজস্ব ঐতিহ্য-সংস্কৃতির উৎসব নতুন বছরের লুনার বর্ষপঞ্জির অনুষ্ঠান চলার সময় আতশবাজিতে হাজার বছরের পুরোনো ঐতিহাসিক মন্দির ও একটি প্রাচনী গ্রাম আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।



চীনের ফুজিয়ান প্রদেশে ৯৪৫ সালে প্রতিষ্ঠিত ওই মন্দিরটির নাম ফাহাই। সোমবার সকালে ভয়াবহ আগুনের সুত্রপাত হয়।

প্রতিবেদনে জানানো হয়, প্রায় ১৫০ জন অগ্নিনির্বাচণ কর্মী দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ঐতিহ্যগত এই উৎসব পালনের মাধ্যমে নতুন বছরে শয়তানকে দূরে রাখা যায় বলে বিশ্বাস করা হয়। অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন লাগার কারণ তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।