ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে গোর্খা-পুলিশ সংর্ঘষ, মৃত ২

রক্তিম দাশ, সিনিয়র কসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১
পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে গোর্খা-পুলিশ সংর্ঘষ, মৃত ২

কলকাতা: ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের পাহাড়ের পরিস্থিতি। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলার সিপুচুতে গোর্খা জনমুক্তি মোর্চার সংগঠন নারী মোর্চা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন দুজন।



রাজ্য পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) সুরজিৎ কর পুরকায়স্থ বিকালে কলকাতায় সাংবাদিকেদের বলেন‘ আজ (মঙ্গলবার) সকালে জলপাইগুড়ির জেলার নাগরাকাটা থানার সিপুচুতে নারী মোর্চা দুই থেকে আড়াই হাজার সর্মথক জড়ো হয়ে ১৪৪ ধারা ভেঙে ডুর্য়াস অঞ্চলে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এই সময় মোর্চ সমর্থকরা পুলিশের দিকে ব্যাপক পাথর ছোড়া শুরু করে। পুলিশ প্রথমে লাটিচার্জ করে। কিন্তু তাতেও কাজ না হওয়ায় টিয়ারসেল ছোড়া হয়। এই সময় কুকরি (ছোরা) দিয়ে নারী পুলিশ কনস্টেবল করুণা গুরংকে মারাত্মক জখম করে মোর্চা সমর্থকরা। এরপরেই পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়। ’

তিনি বলেন, পুলিশ সাত রাউন্ড গুলি চালায়। পুলিশের গুলিতে মোর্চা সমর্থক বিমলা রাই ও ভিকি লামা ঘটনাস্থালে মারা যান। উত্তেজিত সমর্থকরা জেলা ম্যাজিস্ট্রেটের গাড়ি ও পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

এদিকে, গুলি চালানোর খবরে দার্জিলিং জেলার পাহাড় উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তায় নেমে মোর্চা সমর্থকরা পথ অবরোধ ও গাড়ি ভাঙচুর শুরু করে। জেলা জজের গাড়িতে আগুন লাগানো হয় দার্জিলিং শহরে। পুড়িয়ে দেওয়া হয় ট্যুরিস্ট লজ। শহর জুড়ে চলে ব্যাপক ভাঙচুর। আগুন ধরানো হয় দুটি বাসে।

অন্য দিকে, চামড়ামারি ফরেস্ট চেকপোস্ট, জলঢাকা বনবাংলো, বাদামতাং লজ, পেডং পুলিশ ফাঁড়ি, কালিংপঙ বন বাংলো, কার্শিয়াং বন বাংলো জ্বালিয়ে দেয় উত্তেজিত মোর্চা সমর্থরা। আলগোড়া পুলিশ ফাঁড়ি দখল করে নেয় তারা।

এদিকে, উত্তরবঙ্গের ডিআইজি এন আর বাবুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সিপুচুতে গিয়ে অবস্থান নিয়েছে। তারা ঘটনাস্থলে অবরোধ করে থাকা মোর্চ নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করছেন।

জানা গেছে, এই মুহূর্তে চার কোম্পানি কেন্দ্রীয় পুলিশ ও এক কম্পানি নারী কেন্দ্রীয় পুলিশ বাহিনী দার্জিলিংয়ে রয়েছে। তার সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ বাহিনী। সংঘর্ষ ঠেকাতে আরও এক কম্পানি রাজ্য পুলিশ দার্জিলিংয়ে পাঠানো হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে গোর্খা জনমুক্তি মোর্চা অনির্দিষ্টকালের জন্য পাহাড় ও ডুর্য়াসে বনধ-এর ডাক দিয়েছে। এই পরিস্থিতিতে পাহাড়ে আটকে পড়া পর্যটকদের নামিয়ে আনছে প্রশাসন। শিলিগুড়ি ও আলিপুরদুয়াারের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বাতিল হয়েছে বহু ট্রেন।

ভারতীয় সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।