ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকস

মিশর: সুলেইমানকে সমর্থন ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১
মিশর: সুলেইমানকে সমর্থন ইসরায়েলের

লন্ডন: মিশরের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমানকে হোসনি মোবারকের উত্তরসূরী হিসেবে পছন্দ ইসরায়েলের। সম্প্রতি উইকিলিকসের ফাঁস করা গোপন মার্কিন কূটনৈতিক নথি থেকে এ তথ্য জানা গেছে।



মঙ্গলবার ব্রিটেনের দৈনিক দ্য টেলিগ্রাফ এ নথিটি প্রকাশ করেছে। কায়রো ও ইসরায়েলের তেল আবিবের মার্কিন দূতাবাস থেকে এসব তারবার্তা ওয়াশিংটনে পাঠানো হয়েছে।

২০০৮-এর আগস্টে পাঠানো তারবার্তায় জানা যায়, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জেষ্ঠ্য উপদেষ্টা ডেভিড হাচাম মার্কিন কর্মকর্তাদের বলেন, মিশরে হোসনি মোবরকের উত্তরসূরী হিসেবে সুলেইমানকে ইসরায়েল সমর্থন দেয়।

ইসরায়েলের রাজধানী তেল আবিবের পাঠানো তারবার্তায় রয়েছে, ‘হাচাম কথা মতে, ইসরায়েলের বিশ্বাস মোবারক যদি মারা যায় বা অসমর্থ হয় তাহলে সুলেইমান মিশরের সম্ভাব্য প্রেসিডেন্ট। ’

এতে আরও বলা হয়, সুলেইমান ক্ষমতাসীন হয় তাহলে তার ব্যাপারে ইসরায়েলের কোনো প্রশ্ন নেই। তারবার্তায় বলা হয়, সুলেইমানের ব্যাপক প্রশংসা করেন হাচাম।

১৯৯৩ সাল পর্যন্ত সুলেইমান মিশরের গোয়েন্দপ্রধানের দায়িত্ব পালন করেছেন। সেসময় তিনি ঘন ঘন ইসরায়েল সফরে যেতেন।

গত শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিশরের ক্ষমতা হস্তান্তরের নেতৃত্বে দিতে সুলেইমানের উদ্দেশে তার সমর্থন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।