ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে জিহাদ অব্যাহত রাখার আহ্বান আল কায়েদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১
মিশরে জিহাদ অব্যাহত রাখার আহ্বান আল কায়েদার

ওয়াশিংটন: মিশরে ইসলামি আইনভিত্তিক সরকার গঠনে বিক্ষোভকারীদের প্রতি ইরাকি আল কায়েদা জিহাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা সাইট (ঝওঞঊ) এ তথ্য জানায়।



আল কায়েদা এ বার্তায় মিশরের বিক্ষোভকারীদের জিহাদের বাজার হিসেবে অভিহিত করে। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিটি সক্ষম ব্যক্তিরই এই জিহাদে অংশ নেওয়া উচিৎ।

বিবৃতিতে, পার্থিব জগৎ, গণতন্ত্র এসবের মোহে বিভ্রান্ত পথে গিয়ে প্রতারিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এটাই প্রথম বিবৃতি যেখানে চলমান মিশরের বিক্ষোভকে জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে।  

উল্লেখ্য, টানা তিন সপ্তাহ ধরে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের অপসারণের দাবিতে লাখ লাখ মানুষ রাজধানীর তাহরির স্কয়ারসহ সারা দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা,ফেব্রয়ারি ০৯,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।