ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরের সংসদ অবরোধ করেছেন বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১
মিশরের সংসদ অবরোধ করেছেন বিক্ষোভকারীরা

কায়রো: মিশরের শত শত বিক্ষোভকারী কায়রোর সংসদ ভবন অবরোধের চেষ্টা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট হোসনি মোবারককে ৩০ বছরের ক্ষমতা থেকে উৎখাতের অংশ হিসেবে বুধবার বিক্ষোভকারীরা এ প্রচেষ্টা চালায়।



সশস্ত্র যান নিয়ে এ সময় সেনাবাহিনী ভবনটি পাহারা দিচ্ছিল। কিন্তু বিক্ষোভকারীরা সংসদের নিম্নে কক্ষে অবস্থান বিক্ষোভ করায় কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি। কায়রোর তাহরির চত্ত্বরেরও বিক্ষোভকারীরা একইভাবে প্রতিবাদ করে আসছে।

মোহাম্মদ আব্দুল্লাহ (২৫) নামের এক বিক্ষোভকারী এ বিষয়ে বলেন, ‘আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সদস্যদের সংসদে প্রবেশ প্রতিহত করছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো বা এখানেই মারা যাবো। ’

এসময় বিক্ষোভকারীরা মোবারক বিরোধী স্লোগান দিচ্ছিল এবং মিশরের পতাকা নাড়ছিলো।

কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সোবহি (১৯) বলেন, ‘জনগণ এ সংসদ নির্বাচিত করেনি। আমরা শুধু প্রেসিডেন্ট নয় বরং পুরো সরকারের পতন চাই। কেননা তার অধীনে সবাই দুর্নীতিগ্রস্ত। ’

মোবারকের পতনের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে হাজার হাজার মানুষ কায়রো তাহরির চত্ত্বরে অবস্থান নিয়েছেন।

বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট সাংবিধানিক সংশোধনসহ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করা বা তার ছেলেকে ক্ষমতায় না বসানোর অঙ্গীকার করের। কিন্তু এখনই তার ক্ষমতা ত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা অব্যাহতভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।