ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ সুদানের মন্ত্রীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১
দক্ষিণ সুদানের মন্ত্রীকে গুলি করে হত্যা

জুবা: দক্ষিণ সুদানের সমবায় এবং গ্রামীণ উন্নয়নমন্ত্রী জিমি লেমি মিল্লা ও তার দেহরক্ষীকে বুধবার গুলি করে হত্যা করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে দক্ষিণ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।



সুদান পিপল’স লিবারেশন আর্মির মুখপাত্র ফিলিপ অ্যাগুয়ের বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘মন্ত্রীর ভবনের বাইরে মন্ত্রী ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার জন্য মন্ত্রীর গাড়ি চালক দায়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং ঘটনার পর তিনি আত্মহত্যা করেন। তবে ঘটনার সঠিক কারণও এখনও জানা সম্ভব হয়নি। ’           

তিনি আরও বলেন, ‘তারা সবাই একই আদিবাসী গোষ্ঠীর অর্ন্তভুক্ত, এবং ব্যক্তিগত কারণে হতাহতের এ ঘটনার সম্ভাবনাই বেশি। ’

জুবার ব্যারি নামের আদিবাসী দলের সদস্য লেমি উত্তর সুদানের ক্ষমতাসীন ন্যাশনাল কংগ্রেস দলের সদস্য ছিলেন। কিন্তু ২০০৫ সালে দলটির সঙ্গে দক্ষিণাংশের সাবেক বিদ্রোহী দল এসপিএলএমের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তিনি ওই দলে যোগ দেন। এ চুক্তির মধ্য দিয়ে দুই দশকের বেশি সময়ের রক্ষক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে।

এ হত্যাকান্ড দেশটির নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে প্রভাব রাখবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে অ্যাগুয়ের বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তবে সাউথ সুদানের জনগণের জন্য এটা খুবই দুঃখজনক একটি দিন। ’

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।