ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার উচ্চপদস্থ কূটনীতিকের সঙ্গে মোবারকের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১
রাশিয়ার উচ্চপদস্থ কূটনীতিকের সঙ্গে মোবারকের সাক্ষাৎ

কায়রো: রাশিয়ার এক উর্ধ্বতন কূটনীতিকের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। মোবারককে দীর্ঘ ৩০ বছরের ক্ষমতা থেকে উচ্ছেদে মিশরে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তিনি এই বৈঠকে অংশ নিয়েছেন।



মিশরের রাজধানী কায়রোয় প্রেসিডেন্টের বাসভবনে মোবারক রাশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং মধ্যপ্রাচ্যের বিশেষ রাষ্ট্রদূত আলেক্সান্দার সোলতানোভের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাজধানীর তাহরির স্কয়ার ও পার্লামেন্টের সামনে হাজার হাজার বিক্ষোভকারী প্রতিবাদ করছিলেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।  

মিশরে বিক্ষোভ শুরু হওয়ার পর সোলতানভ দেশটিতে সফর করা রাশিয়ার দ্বিতীয় উর্ধ্বতন কূটনৈতিক।

মিশরের বর্তমান পরিস্থিতি বিষয়ে রাশিয়া উদ্বেগ প্রকাশ করাসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এ অঞ্চলে একটি নিরাপত্তা দল পাঠানোর আহ্বান জানিয়েছে।

তবে গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা সংস্থা সমস্যা জর্জরিত মধ্যপ্রাচ্যে কোনো সফর করেনি।

একইসঙ্গে মিশরসহ নিরাপত্তা পরিষদের ইসরায়েল, ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল, সিরিয়া এবং লেবানন সফর করা উচিত বলেও রাশিয়ার জাতিসংঘ দূত ভিতালি চুরকিন গত মঙ্গলবার মন্তব্য করেন।

এদিকে, বিরোধীদের সঙ্গে আলোচনার সাহায্যে মোবারকের বিদ্যমান এই রাজনৈতিক সমস্যার সমাধান করা উচিত বলে এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরোভ মন্তব্য করেছিলেন। একইসঙ্গে এ অঞ্চলে কোনো বিদেশী শক্তির চূড়ান্ত শর্তারোপের বিষয়েও তিনি সতর্ক করে দেন।

মোবারকের সঙ্গে মস্কোর সম্পর্ক কয়েক দশকের। যুদ্ধ বিমানের চালকের দক্ষতা অর্জনে তিনি দুই বছর সোভিয়েত সেনা একাডেমীতেও প্রশিক্ষণ নেন। পরবর্তীতে বিপুল মার্র্কিন সাহায্য সত্ত্বেও তিনি ক্রেমলিনের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালিয়ে যান।

মিশরের সংকট শুরু হওয়ার পর দ্বিতীয় উচ্চপদস্থ ব্যক্তি হিসেবে মোবারক সুলতানোভের সঙ্গে সাক্ষাৎ করলেন। এর আগে মঙ্গলবার তিনি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।