ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতিভা পাতিল সম্পর্কে মন্তব্যের জের ধরে রাজস্থানের মন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
প্রতিভা পাতিল সম্পর্কে মন্তব্যের জের ধরে রাজস্থানের মন্ত্রী বরখাস্ত

জয়পুর: ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি আনুগত্যের পুরস্কার স্বরূপ প্রতিভা পাতিল রাষ্ট্রপতির পদ পেয়েছেন এমন মন্তব্যের পর রাজস্থানের এই মন্ত্রীকে বরখাস্ত করেছে সরকার।

রাজস্থান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আমিন খান প্রতিভা পাতিল সম্পর্কে মন্তব্য করে বলেন, তিনি ইন্দিরা গান্ধীর গৃহস্থালী কাজ করে দেওয়ার পুরস্কার স্বরূপ রাষ্ট্রপতির পদ পেয়েছেন।

অবমাননাকর এই মন্তব্যের কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন তাকে পদত্যাগ করতে বলেছেন।

মঙ্গলবার পালি জেলায় কংগ্রেস কর্মীদের কাছে তিনি এই মন্তব্য করেন। তার এই মন্তব্যের পর সারা দেশে হৈ চৈ পড়ে যায়। রোষানলে পরে তিনি এখন দাবি করছেন, তার ভুল হয়েছে।

আমিন খান বলেন, ‘আমি স্রেফ একটি উদাহরণ দিয়েছি। একে বিকৃত করা হয়েছে। রাষ্ট্রপতিকে অপমান করার কারো অধিকার নেই। আমি কখনই রাষ্ট্রপতি সম্পর্কে বাজে কিছু বলতে চাইনি। ’

এদিকে, মুখ্যমন্ত্রী অশোক গেহলত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে খানের এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

কিন্তু বিরোধীদল বিজেপি কংগ্রেসে তাদের বিরোধী মনোভাব প্রকাশ করে অবিলম্বে খানের পদত্যাগ দাবি করেন। রাজস্থানে বিজেপির সভাপতি অরুন চতুরবেদী বলেন, ‘কংগ্রেসের মধ্যকার তোষামুদি সংস্কৃতির প্রেক্ষিতেই এমন মন্তব্য করা হয়েছে। কিন্তু দেশের রাষ্ট্রপতিকে অপমান করে এমন কোনো মন্তব্য বরদাস্ত করা হবে না। ’

প্রতিভা পাতিল রাজস্থানের গভর্নর ছিলেন। যখন তাকে প্রেসিডেন্ট পদের জন্য কংগ্রেস হঠাৎ করে নির্বাচন করল তখন অনেকেই অবাক হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।