ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিনায়ক সেনের জামিন আবেদন নাকচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
বিনায়ক সেনের জামিন আবেদন নাকচ

রায়পুর: নকশালদের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত বিনায়ক সেনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন ছত্তিশগড়ের একটি আদালত।

বিনায়ক সেনের স্ত্রী ইলেনা আদালতের এই রায়ে হতাশা প্রকাশ করে এনডিটিভিকে বলেন, ‘আমরা এর বিরুদ্ধে লড়াই করব এবং সুপ্রিম কোর্টে পিটিশন করব।



এদিকে আদালতের এই রায় দেশ এবং দেশের বাইরের নাগরিক অধিকার কর্মীদের বিনায়ক সেন পেশায় একজন চিকিৎসক। ছত্তিশগড় এলাকায় আদিবাসীদের সঙ্গে কাজ করার জন্য তিনি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন। তিনি ভারতের দারিদ্রপীড়িত অঞ্চলগুলোতে স্বাস্থ্য এবং মানবাধিকার কাজের জন্য ব্যাপক প্রশংসিত ব্যক্তিত্ব।

গত বুধবার ৪০ জন নোবেলবিজয়ী বিনায়েক সেনের সুষ্ঠু বিচার এবং জামিনের আবেদন করে ভারত সরকার বরাবর একটি চিঠি পাঠান।

সেনকে মুক্তি দেওয়ার জন্য একটি প্রচারণা বিষয়ক ওয়েবসাইটে এই নোবেল বিজয়ীরা একটি বিবৃতিতে জানান, ‘বিনায়েক সেন একজন অসাধারণ, সাহসী এবং নিঃস্বার্থ সহকর্মী। তিনি ভারতের অসহায় মানুষদের সাহায্য করতে নিজেকে উৎসর্গ করেছেন। ’
 
গত বছর ডিসেম্বরে নকশালদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে ছত্তিশগড় থেকে বিনায়ক সেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যাবজ্জীবন কারাদ- দেওয়া হলে সারা বিশ্বের মানবাধিকার কর্মীরা সোচ্চার হয়ে উঠে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।