ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা ঘোষণা, যোগ দিচ্ছে না মাওবাদীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
নেপালে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা ঘোষণা, যোগ দিচ্ছে না মাওবাদীরা

কাঠমাণ্ডু: নেপালের নতুন প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল বৃহস্পতিবার দেশটির মন্ত্রিপরিষদের তিন সদস্যের নাম ঘোষণা করেছেন। এক সপ্তাহ আগে মাওবাদীদের সমর্থনে খানাল ক্ষমতা পেলেও সরকারে যোগ দিতে অসম্মতি জানায় দলটি।



এ ঘটনার আগে সাত মাস ধরে সমস্যায় জর্জরিত নেপালের সংকট আরও ঘনীভূত করবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

খানাল ও মাওবাদী দলের প্রধান পুষ্প কমল দহল বা প্রচ-ের মধ্যে ক্ষমতার অংশীদারিত্ব বিষয়ক আলোচনা আবারও ভেস্তে যাওয়ার পর দলের উপপ্রধান নারায়ন কাজি শ্রেষ্ঠ প্রকাশ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর দল আমাদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ’

‘একইসঙ্গে চুক্তি অনুযায়ী মন্ত্রিপরিষদ বণ্টন করতেও তারা অস্বীকৃতি জানায়, যা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এ পরিস্থিতিতে দল নতুন সরকারে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ’

তবে সরকারের বাইরে থেকেই মাওবাদীরা তাদের সমর্থন জানাবে বলেও দলের পক্ষ থেকে জানানো হয়।

খানালকে সমর্থন জানানোর কারণে মাওবাদীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দাবি করে বলে জানা যায়।

কিন্তু তাদের এ দাবি পূরণে অসম্মতি জানান প্রধানমন্ত্রী। তাই নির্বাচিত হওয়ার সাত দিন পরও তিনি পূর্ণ মন্ত্রী পরিষদ গঠনে ব্যর্থ হন। তবে তার দলের আরও তিনজন সদস্যকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের পরিধি বাড়াতে সক্ষম হলেন খানাল।

তিনজনের মধ্যে ভারত মোহন অধিকারী উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়াও আছেন গঙ্গা লাল তালুদার এবং বিষ্ণু পাওদেল।

তবে প্রধান রাজনৈতিক দলগুলো এখনও বিরোধপূর্ণ ৮০টি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় আগামী ২৮ মের মধ্যে সরকারের নতুন সংবিধান ঘোষণার বিষয়ে অনিশ্চয়তা আছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।