লন্ডন: ইংল্যান্ডের উইটলি বে শহরের স্টুয়ার্ট জেনকিনসন ১৯৫৫ সালে মাত্র ৩৮৫ পাউন্ডের বিনিময়ে ভিনসেন্ট ব্ল্যাক প্রিন্স মডেলের মোটরবাইকটি কেনেন। জেনকিনসন ভেবেছিলেন, একটি মোটরকার কেনার পর বাইকটি তিনি বিক্রি করে দেবেন।
কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে সেই এক বছর শেষ পর্যন্ত গড়িয়েছে পাক্কা ৫৭ বছরে! আর সাধের বাইকটিকে নিয়ে দীর্ঘ এ সময়ে জেনকিনসন পাড়ি দিয়ে ফেলেছেন ৭ লাখ মাইলের সুদীর্ঘ পথ।
তরুণ বয়সে যুৎসই একটি বাইক কিনে পথের সঙ্গে রোমান্স করে ৫৬ বছর কাটিয়ে দিলেও এখন হয়তো সময় হয়েছে এ অ্যাডভেঞ্চারের অবসান ঘটানোর। তাই ৮৩ বছর বয়সে এসে ‘ভিনিলংলেগস’ নামের বাইকটির সঙ্গে চূড়ান্তভাবে সম্পর্কচ্ছেদের তোড়জোড় শুরু করেছেন জেনকিনসন। বাইকটিকে ওই নামেই ডাকেন তিনি।
৫৬ বছরের পুরানো বাইকটিকে নিলামে তোলার চিন্তাভাবনা করা হচ্ছে। শুধু তাই নয়, ৯৯৮ সিসির বাইকটি ৪০ হাজার পাউন্ড দামে বিকোবে বলেও আশা জেনকিনসনের। তার এ প্রত্যাশাকে অতি কল্পনা বলে মুখ ঘুরিয়ে ফেলবেন না যেন। কারণ জনসনের বাইকের অভিজ্ঞতার ঝুলিটা মোটেও কম নয়।
বরং যখন কেউ জানতে পারবে দীর্ঘ ৫৬ বছরে বাইকটি তার মালিকের সঙ্গে পাড়ি দিয়েছে জার্মানি, বেলজিয়াম, অস্ট্রিয়া হয়ে স্লোভেনিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, আলবেনিয়া, মেসিডোনিয়া, চেকোস্লোভাকিয়া, মন্টেনিগ্রো, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি এবং গ্রিসের মতো বহু দেশ, তখন নিশ্চয়ই কারো পক্ষেই ৫৬ বছর বয়সী এ বাইকটির দামের কারণটি বুঝতে কষ্ট হবে না?
তবে এখন আর তিনি আগের মতো বাইকটি নিয়ে ঘুরে বেড়ানোর মতো শারীরিক জোর পান না বলেও জেনকিনসন জানান। তারপরও বাইকটি বিক্রি করে দিতে হচ্ছে বলে এখনও দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ছেন তিনি। তবে নিজের ভালোর জন্যই এখন তার মোটরবাইক চালানো ছেড়ে দেওয়া উচিত বলেও বুঝতে পারছেন এই বুড়ো আংলা।
দীর্ঘ এ ভ্রমণকালে এ পর্যন্ত তিনি শতবার দুর্ঘটনায় পড়েছেন বলেও উইটলি বের শহরের বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক জেনকিনসন জানান।
তিনি বলেন, ‘বাইকটি কেনার সময় আমি নিজেও চিন্তা করিনি যে এতদিন আমি এটা চালাতে পারবো। বড়জোর ৫ বছর, তারপর একটি গাড়ি কেনার কথা ভেবেছিলাম আমি। এটা আমার তৃতীয় ভিনসেন্ট এবং এটা চালাতে পছন্দ করতাম বলেই এতদিন রেখে দিয়েছিলাম। ’
‘প্রথমে শুধু কাজে যাওয়ার সময়ই বাইকটি চালাতাম। তবে পরে ধীরে ধীরে এটি নিয়ে দেশের বাইরেও ভ্রমণ শুরু করি। ১৯৬২ সাল থেকে ছুটির দিনগুলোতে আমি আমার স্ত্রীকে নিয়ে গ্রিসে বেড়াতে যেতাম। এছাড়া সপ্তাহান্তেও আমরা বাইকটিতে চেপে ঘুরতে বের হতাম। তবে যুগোস্লাভিয়ায় ১৫ বছর আগে সংঘটিত একটি দুর্ঘটনার পর থেকে আমার স্ত্রী আর বাইকটিতে চড়েনি। ’
স্মৃতিকাতর জেনকিনসন বলতে থাকেন, ‘১৯৮০ সালে আমি অবসর নিয়ে ফেলি এবং ভ্রমণ কোম্পানি খুলি। তখন থেকে মোটরবাইক নিয়ে ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ শুরু করি। ’
‘পুরো সময়ে বাইকটিকে মাত্র তিনবার মেরামত করা হয়েছে। ভ্রমণের জন্য আমি এর মধ্যে কিছু নতুনত্ব আনি এবং সব কাজ আমি নিজেই করি। এটাই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করা বাইক বলে আমার ধারণা। ’
‘বাইকটি বিক্রি করতে হচ্ছে বলে আমি দুঃখিত, এটা নিজের সন্তানকে বিক্রি করার মতো। আমি আশা করবো এটা এমন কারও হাতে পড়বে যে এটাকে জাদুঘরে না পাঠিয়ে চালিয়ে যাবে। ’
ইংল্যান্ডের স্ট্যাডফোর্ডশায়ারে আগামী ২৪ এপ্রিল আয়োজিত আন্তর্জাতিক মোটরসাইকেল প্রদর্শনীতে বনহামস নিলাম প্রতিষ্ঠান বাইকটি বিক্রির জন্য প্রদর্শন করবে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
টপ-৪
ছবি: ঊধংু ৎরফবৎ, ঊধংু ৎরফবৎ০১
ক্যাপশন: বাইকসহ জেনকিনসন
৭ লাখ মাইল পাড়ি দেওয়ার পর ৫৬ বছরের বাইকের ‘অন্তিম যাত্রা’
আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ দ্য ডেইলি মেইল
লন্ডন: ইংল্যান্ডের উইটলি বে শহরের স্টুয়ার্ট জেনকিনসন ১৯৫৫ সালে মাত্র ৩৮৫ পাউন্ডের বিনিময়ে ভিনসেন্ট ব্ল্যাক প্রিন্স মডেলের মোটরবাইকটি কেনেন। জেনকিনসন ভেবেছিলেন, একটি মোটরকার কেনার পর বাইকটি তিনি বিক্রি করে দেবেন।
কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে সেই এক বছর শেষ পর্যন্ত গড়িয়েছে পাক্কা ৫৭ বছরে! আর সাধের বাইকটিকে নিয়ে দীর্ঘ এ সময়ে জেনকিনসন পাড়ি দিয়ে ফেলেছেন ৭ লাখ মাইলের সুদীর্ঘ পথ।
তরুণ বয়সে যুৎসই একটি বাইক কিনে পথের সঙ্গে রোমান্স করে ৫৬ বছর কাটিয়ে দিলেও এখন হয়তো সময় হয়েছে এ অ্যাডভেঞ্চারের অবসান ঘটানোর। তাই ৮৩ বছর বয়সে এসে ‘ভিনিলংলেগস’ নামের বাইকটির সঙ্গে চূড়ান্তভাবে সম্পর্কচ্ছেদের তোড়জোড় শুরু করেছেন জেনকিনসন। বাইকটিকে ওই নামেই ডাকেন তিনি।
৫৬ বছরের পুরানো বাইকটিকে নিলামে তোলার চিন্তাভাবনা করা হচ্ছে। শুধু তাই নয়, ৯৯৮ সিসির বাইকটি ৪০ হাজার পাউন্ড দামে বিকোবে বলেও আশা জেনকিনসনের। তার এ প্রত্যাশাকে অতি কল্পনা বলে মুখ ঘুরিয়ে ফেলবেন না যেন। কারণ জনসনের বাইকের অভিজ্ঞতার ঝুলিটা মোটেও কম নয়।
বরং যখন কেউ জানতে পারবে দীর্ঘ ৫৬ বছরে বাইকটি তার মালিকের সঙ্গে পাড়ি দিয়েছে জার্মানি, বেলজিয়াম, অস্ট্রিয়া হয়ে স্লোভেনিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, আলবেনিয়া, মেসিডোনিয়া, চেকোস্লোভাকিয়া, মন্টেনিগ্রো, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি এবং গ্রিসের মতো বহু দেশ, তখন নিশ্চয়ই কারো পক্ষেই ৫৬ বছর বয়সী এ বাইকটির দামের কারণটি বুঝতে কষ্ট হবে না?
তবে এখন আর তিনি আগের মতো বাইকটি নিয়ে ঘুরে বেড়ানোর মতো শারীরিক জোর পান না বলেও জেনকিনসন জানান। তারপরও বাইকটি বিক্রি করে দিতে হচ্ছে বলে এখনও দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ছেন তিনি। তবে নিজের ভালোর জন্যই এখন তার মোটরবাইক চালানো ছেড়ে দেওয়া উচিত বলেও বুঝতে পারছেন এই বুড়ো আংলা।
দীর্ঘ এ ভ্রমণকালে এ পর্যন্ত তিনি শতবার দুর্ঘটনায় পড়েছেন বলেও উইটলি বের শহরের বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক জেনকিনসন জানান।
তিনি বলেন, ‘বাইকটি কেনার সময় আমি নিজেও চিন্তা করিনি যে এতদিন আমি এটা চালাতে পারবো। বড়জোর ৫ বছর, তারপর একটি গাড়ি কেনার কথা ভেবেছিলাম আমি। এটা আমার তৃতীয় ভিনসেন্ট এবং এটা চালাতে পছন্দ করতাম বলেই এতদিন রেখে দিয়েছিলাম। ’
‘প্রথমে শুধু কাজে যাওয়ার সময়ই বাইকটি চালাতাম। তবে পরে ধীরে ধীরে এটি নিয়ে দেশের বাইরেও ভ্রমণ শুরু করি। ১৯৬২ সাল থেকে ছুটির দিনগুলোতে আমি আমার স্ত্রীকে নিয়ে গ্রিসে বেড়াতে যেতাম। এছাড়া সপ্তাহান্তেও আমরা বাইকটিতে চেপে ঘুরতে বের হতাম। তবে যুগোস্লাভিয়ায় ১৫ বছর আগে সংঘটিত একটি দুর্ঘটনার পর থেকে আমার স্ত্রী আর বাইকটিতে চড়েনি। ’
স্মৃতিকাতর জেনকিনসন বলতে থাকেন, ‘১৯৮০ সালে আমি অবসর নিয়ে ফেলি এবং ভ্রমণ কোম্পানি খুলি। তখন থেকে মোটরবাইক নিয়ে ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ শুরু করি। ’
‘পুরো সময়ে বাইকটিকে মাত্র তিনবার মেরামত করা হয়েছে। ভ্রমণের জন্য আমি এর মধ্যে কিছু নতুনত্ব আনি এবং সব কাজ আমি নিজেই করি। এটাই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করা বাইক বলে আমার ধারণা। ’
‘বাইকটি বিক্রি করতে হচ্ছে বলে আমি দুঃখিত, এটা নিজের সন্তানকে বিক্রি করার মতো। আমি আশা করবো এটা এমন কারও হাতে পড়বে যে এটাকে জাদুঘরে না পাঠিয়ে চালিয়ে যাবে। ’
ইংল্যান্ডের স্ট্যাডফোর্ডশায়ারে আগামী ২৪ এপ্রিল আয়োজিত আন্তর্জাতিক মোটরসাইকেল প্রদর্শনীতে বনহামস নিলাম প্রতিষ্ঠান বাইকটি বিক্রির জন্য প্রদর্শন করবে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
এসআইএস/ এনজে/আরআর
অভঃবৎ ৫৬ ুবধৎং ধহফ ৭০০,০০০ সরষবং রঃ`ং ভরহধষষু ঃরসব ঃড় ংবষষ সু সড়ঃড়ৎনরশব
ওহঃবৎহধঃরড়হধষ উবংশ
নধহমষধহবংি২৪.পড়স/ উধরষু গধরষ
খড়হফড়হ: ডযবহ ঝঃঁধৎঃ ঔবহশরহংড়হ ঢ়ধরফ £৩৮৫ ভড়ৎ যরং ঠরহপবহঃ ইষধপশ চৎরহপব সড়ঃড়ৎপুপষব রহ ১৯৫৫, যব ঃযড়ঁমযঃ যব ড়িঁষফ ড়হষু শববঢ় রঃ ভড়ৎ ধ ুবধৎ নবভড়ৎব ংধিঢ়ঢ়রহম রঃ ভড়ৎ ধ পধৎ.
ইঁঃ হড়,ি ধভঃবৎ ধ ৫৬-ুবধৎ ৎড়সধহপব ড়হ ঃযব ৎড়ধফ ঃযধঃ ংধি ঃযবস ঃৎধাবষ সড়ৎব ঃযধহ ৭০০,০০০ ঃড়মবঃযবৎ, গৎ ঔবহশরহংড়হ, ৮৩, রং ভরহধষষু মড়রহম ঃড় ঢ়ধৎঃ রিঃয ঃযব নরশব যব পধষষং `ঠরহহুষড়হমষবমং`.
ঞযব ৯৯৮পপ সধপযরহব, যিরপয যধং পড়াবৎবফ ঃযব ষবহমঃয ধহফ নৎবধফঃয ড়ভ ঊঁৎড়ঢ়ব, রং ংবঃ ঃড় ষধহফ রঃং ড়হিবৎ ধ রিহফভধষষ ঃড়ড়, নবপধঁংব রঃ রং বীঢ়বপঃবফ ঃড় ংবষষ ভড়ৎ £৪০,০০০ যিবহ রঃ মড়বং ঁহফবৎ ঃযব যধসসবৎ ধঃ ধঁপঃরড়হ.
এড়ড়ফ ৎঁহহবৎ: ঝঃঁধৎঃ ঔবহশরহংড়হ, ৮৩, রং ভরহধষষু যধহমরহম ঁঢ় যরং ষবধঃযবৎং ধহফ ংবষষরহম যরং নবষড়াবফ ঠরহপবহঃ ইষধপশ চৎরহপব ধভঃবৎ ৫৬ ুবধৎং ধহফ সড়ৎব ঃযধহ ৭০০,০০০ সরষবং
ঋড়ৎ সধহু ুবধৎং গৎ ঔবহশরহংড়হ ধহফ রিভব অহহব ষবফ ঃড়ঁৎরহম যড়ষরফধুং ড়হ ঃযব পড়হঃরহবহঃ, যিরপয ধপপড়ঁহঃবফ ভড়ৎ ধনড়ঁঃ যধষভ ড়ভ ঃযব নরশব`ং রহপৎবফরনষব সরষবধমব.
ঋৎড়স ১৯৬২ ঃযব পড়ঁঢ়ষব ঃৎধাবষষবফ ঃড় এৎববপব ধঃ ষবধংঃ ড়হপব ধ ুবধৎ ভড়ৎ ঃযবরৎ যড়ষরফধুং, নঁঃ অহহব মধাব ঁঢ় ৎরফরহম ঢ়রষষরড়হ ধভঃবৎ ধ পৎধংয রহ ণঁমড়ংষধারধ ১৫ ুবধৎং ধমড়.
গৎ ঔবহশরহংড়হ যধং ঃধশবহ ঃযব নরশব ঃযৎড়ঁময এবৎসধহু, ইবষমরঁস, অঁংঃৎরধ, ঝষড়াবহরধ, ঝবৎনরধ, ঈৎড়ধঃরধ, ইড়ংহরধ, অষনধহরধ, গধপবফড়হরধ, ঈুবপযড়ংষড়াধশরধ, গড়হঃবহবমৎড়, ঋৎধহপব, ওঃধষু, ঝঢ়ধরহ, চড়ৎঃঁমধষ, ঘড়ৎধিু, ঋরহষধহফ, ঝবিফবহ, ঐঁহমধৎু ধহফ এৎববপব.
ঐরং ষড়হমবংঃ ঃড়ঁৎ ধিং ধ ঃযৎবব-বিবশ সড়ঁহঃধরহ লধঁহঃ ঃড় এৎববপব ঃযধঃ পষড়পশবফ ঁঢ় সড়ৎব ঃযধহ ২,৩৫৫ সরষবং ড়ঁঃ ড়ভ রঃং পঁৎৎবহঃ ঃড়ঃধষ ড়ভ ৭২১,৭০৩.
ঐব বহলড়ুবফ ঃযব পড়হঃরহবহঃধষ ৎড়ধফং যিবৎব যব পড়ঁষফ ঢ়ঁংয যরং সধপযরহব ঁঢ় ঃড় ১২০সঢ়য - নঁঃ যব ংধুং যব ৎধৎবষু মবঃং ঃড় ১০০সঢ়য ধহু সড়ৎব.
গৎ ঔবহশরহংড়হ`ং ঃড়ঁৎরহম নঁংরহবংং পড়হঃরহঁবফ ঁহঃরষ ২০০৮, নঁঃ হড়ি যব ংধুং যব ফড়বংহ`ঃ যধাব ঃযব ংঃৎবহমঃয ঃড় ঢ়রপশ ঁঢ় ঃযব নরশব রভ যব বিৎব ঃড় ফৎড়ঢ় রঃ.
ঘবষিু ঢ়ঁৎপযধংবফ: গৎ ঔবহশরহংড়হ ঢ়রপঃঁৎবফ রিঃয ঃযব নরশব রহ ১৯৫৫
ডরঃয সঁপয ৎবমৎবঃ যব যধং ফবপরফবফ ঃড় ংবষষ রঃ ধহফ মরাব ঁঢ় সড়ঃড়ৎপুপষরহম ভড়ৎ মড়ড়ফ. ওহংঃবধফ যব রিষষ ফৎরাব যরং ঠড চধংংধঃ.
ঞযব ভড়ৎসবৎ ঁহরাবৎংরঃু ষবপঃঁৎবৎ ভৎড়স ডযরঃষবু ইধু ংধরফ যব যধং যধফ ধনড়ঁঃ ১০০ পৎধংযবং, সড়ংঃষু যিবহ ফৎরারহম ঃড় ড়িৎশ রহ ংহড়-িপড়াবৎবফ ঘড়ৎঃযঁসনবৎষধহফ.
ডযবহ ও নড়ঁমযঃ রঃ ও হবাবৎ ফৎবধসবফ ও`ফ ংঃরষষ নব ৎরফরহম রঃ,` যব ংধরফ.
`ও ঃযড়ঁমযঃ ও`ফ যধাব রঃ ভড়ৎ ধনড়ঁঃ ভরাব ুবধৎং ঃযবহ নুঁ ধ পধৎ.
`ওঃ ধিং সু ঃযরৎফ ঠরহপবহঃ ধহফ ও ষড়াবফ ৎরফরহম রঃ ংড় ও শবঢ়ঃ রঃ.
`অঃ ভরৎংঃ ও লঁংঃ ঁংবফ রঃ ঃড় ফৎরাব ঃড় ড়িৎশ ড়হ, নঁঃ ঃযবহ ও ংঃধৎঃবফ মড়রহম ধনৎড়ধফ.
`ঋৎড়স ১৯৬২ সু রিভব অহহব ধহফ ও ংঃধৎঃবফ মড়রহম ঃড় এৎববপব ভড়ৎ ড়ঁৎ যড়ষরফধুং. ডব`ফ ধষংড় মড় ধধিু ভড়ৎ বিবশবহফং.
`ঞযবহ রহ ১৯৮০ ও ৎবঃরৎবফ ভৎড়স সু লড়ন ধহফ ংবঃ ঁঢ় ধ ঃড়ঁৎরহম পড়সঢ়ধহু, ঃধশরহম সড়ঃড়ৎনরশবং ধৎড়ঁহফ ঊঁৎড়ঢ়ব.
`ওঃ ধিং ড়হ ঃযবংব ঃড়ঁৎং ঃযধঃ ও পষড়পশবফ ঁঢ় ধনড়ঁঃ যধষভ ঃযব সরষবধমব.
`গু রিভব ধষধিুং পধসব ঁহঃরষ ধনড়ঁঃ ১৫ ুবধৎং ধমড় যিবহ ও ঃযৎবি ঃযব নরশব ফড়হি ঃযব ৎড়ধফ রিঃয যবৎ ড়হ রঃ.
`ওঃ ধিং রহ ণঁমড়ংষধারধ ধহফ ঃযবৎব ধিং ধ নরম ঃযঁহফবৎংঃড়ৎস ধহফ বি বিৎব ড়হ ধ হধৎৎড়ি পড়ঁহঃৎু ৎড়ধফ রিঃয ধমৎরপঁষঃঁৎধষ ফবনৎরং ড়হ রঃ.
`ডব বিৎব ড়হষু মড়রহম ধনড়ঁঃ ৩০সঢ়য ধহফ ও পধসব ঃড় ঃযব পৎবংঃ ড়ভ ধ যরষষ ধহফ ংঁফফবহষু ৎবধষরংবফ ঃযবৎব ধিং ধ ংযধৎঢ় নবহফ ধহফ ও নৎধশবফ ধহফ ঃযব যিববষং ষড়পশবফ ধহফ বি ংষরফ ধষড়হম ড়হ ড়ঁৎ নধপশংরফবং.
`ডব বিৎবহ`ঃ যঁৎঃ ধহফ ধভঃবৎ বি মড়ঃ নধপশ অহহব ফরফহ`ঃ ফড় ধহু সড়ৎব ঃড়ঁৎং ড়হ ঃযব নরশব.
`ও হবাবৎ ড়িৎব ধ পৎধংয যধঃ ঁহঃরষ ুড়ঁ যধফ ঃড়; যিবহ ও মড়ঃ রঃ ও লঁংঃ যধফ মড়মমষবং.
`ওঃ যধং নববহ ৎবনঁরষঃ ঃযৎবব ঃরসবং ধহফ ও যধাব সড়ফরভরবফ রঃ ভড়ৎ ঃড়ঁৎরহম ধহফ ফড়হব ধষষ ঃযব ড়িৎশ সুংবষভ.
`ওঃ সঁংঃ নব ড়হব ড়ভ ঃযব সড়ংঃ ঃৎধাবষষবফ নরশবং রহ ঃযব ড়িৎষফ ধহফ যধং মড়হব ঃযৎড়ঁময যঁহফৎবফং ড়ভ ঃুৎবং.
`ও ধস াবৎু ংধফ ঃড় নব ংবষষরহম রঃ - রঃ`ং ষরশব ংবষষরহম ুড়ঁৎ পযরষফ. ও ৎবধষষু যড়ঢ়ব রঃ রিষষ নব নড়ঁমযঃ নু ংড়সবড়হব যিড় রিষষ ৎরফব রঃ ৎধঃযবৎ ঃযধহ মড়রহম ঃড় ধ সঁংবঁস.
`ওহ ঃযব ষধংঃ ভবি ুবধৎং ও যধাব ষড়ংঃ ধ ষড়ঃ ড়ভ ংঃৎবহমঃয রহ সু ধৎসং ধহফ ংযড়ঁষফবৎং ধহফ ও পধহ`ঃ ঢ়রপশ রঃ ঁঢ় ধহু সড়ৎব.
`ঙহপব ও বিরমযবফ রঃ রিঃয সুংবষভ ধহফ সু রিভব ধহফ ধষষ ড়ঁৎ পধসঢ়রহম মবধৎ ড়হ রঃ ধহফ ধিং ধনড়ঁঃ ৭৫০ষনং.
`ও ফড়হ`ঃ ঃযরহশ ও পড়ঁষফ বাবৎ ৎরফব ধহড়ঃযবৎ নরশব - ও`াব ড়হষু যধফ ঠরহপবহঃ`ং.
`জধঃযবৎ ঃযধহ মবঃ ধ ষরমযঃবৎ নরশব ও ঃযরহশ ও`স মড়রহম ঃড় মরাব ঁঢ় ধহফ লঁংঃ ঁংব সু পধৎ.`
`ও পধষষ রঃ "ঠরহহুষড়হমষবমং" নবপধঁংব রঃ রং ধ ঠরহপবহঃ ধহফ নবপধঁংব রঃ যধং ফড়হব ংড় সধহু সরষবং.`
ঞযব নরশব রং ঃড় নব ংড়ষফ নু ইড়হযধসং ড়হ অঢ়ৎরষ ২৪ ধঃ ঃযব ওহঃবৎহধঃরড়হধষ গড়ঃড়ৎপুপষব ঝযড়ি রহ ঝঃধভভড়ৎফংযরৎব.
ছবি: ঊধংু ৎরফবৎ, ঊধংু ৎরফবৎ০১
ক্যাপশন: বাইকসহ জেনকিনসন
৭ লাখ মাইল পাড়ি দেওয়ার পর ৫৬ বছরের বাইকের ‘অন্তিম যাত্রা’
আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ দ্য ডেইলি মেইল
লন্ডন: ইংল্যান্ডের উইটলি বে শহরের স্টুয়ার্ট জেনকিনসন ১৯৫৫ সালে মাত্র ৩৮৫ পাউন্ডের বিনিময়ে ভিনসেন্ট ব্ল্যাক প্রিন্স মডেলের মোটরবাইকটি কেনেন। জেনকিনসন ভেবেছিলেন, একটি মোটরকার কেনার পর বাইকটি তিনি বিক্রি করে দেবেন।
কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে সেই এক বছর শেষ পর্যন্ত গড়িয়েছে পাক্কা ৫৭ বছরে! আর সাধের বাইকটিকে নিয়ে দীর্ঘ এ সময়ে জেনকিনসন পাড়ি দিয়ে ফেলেছেন ৭ লাখ মাইলের সুদীর্ঘ পথ।
তরুণ বয়সে যুৎসই একটি বাইক কিনে পথের সঙ্গে রোমান্স করে ৫৬ বছর কাটিয়ে দিলেও এখন হয়তো সময় হয়েছে এ অ্যাডভেঞ্চারের অবসান ঘটানোর। তাই ৮৩ বছর বয়সে এসে ‘ভিনিলংলেগস’ নামের বাইকটির সঙ্গে চূড়ান্তভাবে সম্পর্কচ্ছেদের তোড়জোড় শুরু করেছেন জেনকিনসন। বাইকটিকে ওই নামেই ডাকেন তিনি।
৫৬ বছরের পুরানো বাইকটিকে নিলামে তোলার চিন্তাভাবনা করা হচ্ছে। শুধু তাই নয়, ৯৯৮ সিসির বাইকটি ৪০ হাজার পাউন্ড দামে বিকোবে বলেও আশা জেনকিনসনের। তার এ প্রত্যাশাকে অতি কল্পনা বলে মুখ ঘুরিয়ে ফেলবেন না যেন। কারণ জনসনের বাইকের অভিজ্ঞতার ঝুলিটা মোটেও কম নয়।
বরং যখন কেউ জানতে পারবে দীর্ঘ ৫৬ বছরে বাইকটি তার মালিকের সঙ্গে পাড়ি দিয়েছে জার্মানি, বেলজিয়াম, অস্ট্রিয়া হয়ে স্লোভেনিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, আলবেনিয়া, মেসিডোনিয়া, চেকোস্লোভাকিয়া, মন্টেনিগ্রো, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি এবং গ্রিসের মতো বহু দেশ, তখন নিশ্চয়ই কারো পক্ষেই ৫৬ বছর বয়সী এ বাইকটির দামের কারণটি বুঝতে কষ্ট হবে না?
তবে এখন আর তিনি আগের মতো বাইকটি নিয়ে ঘুরে বেড়ানোর মতো শারীরিক জোর পান না বলেও জেনকিনসন জানান। তারপরও বাইকটি বিক্রি করে দিতে হচ্ছে বলে এখনও দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ছেন তিনি। তবে নিজের ভালোর জন্যই এখন তার মোটরবাইক চালানো ছেড়ে দেওয়া উচিত বলেও বুঝতে পারছেন এই বুড়ো আংলা।
দীর্ঘ এ ভ্রমণকালে এ পর্যন্ত তিনি শতবার দুর্ঘটনায় পড়েছেন বলেও উইটলি বের শহরের বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক জেনকিনসন জানান।
তিনি বলেন, ‘বাইকটি কেনার সময় আমি নিজেও চিন্তা করিনি যে এতদিন আমি এটা চালাতে পারবো। বড়জোর ৫ বছর, তারপর একটি গাড়ি কেনার কথা ভেবেছিলাম আমি। এটা আমার তৃতীয় ভিনসেন্ট এবং এটা চালাতে পছন্দ করতাম বলেই এতদিন রেখে দিয়েছিলাম। ’
‘প্রথমে শুধু কাজে যাওয়ার সময়ই বাইকটি চালাতাম। তবে পরে ধীরে ধীরে এটি নিয়ে দেশের বাইরেও ভ্রমণ শুরু করি। ১৯৬২ সাল থেকে ছুটির দিনগুলোতে আমি আমার স্ত্রীকে নিয়ে গ্রিসে বেড়াতে যেতাম। এছাড়া সপ্তাহান্তেও আমরা বাইকটিতে চেপে ঘুরতে বের হতাম। তবে যুগোস্লাভিয়ায় ১৫ বছর আগে সংঘটিত একটি দুর্ঘটনার পর থেকে আমার স্ত্রী আর বাইকটিতে চড়েনি। ’
স্মৃতিকাতর জেনকিনসন বলতে থাকেন, ‘১৯৮০ সালে আমি অবসর নিয়ে ফেলি এবং ভ্রমণ কোম্পানি খুলি। তখন থেকে মোটরবাইক নিয়ে ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ শুরু করি। ’
‘পুরো সময়ে বাইকটিকে মাত্র তিনবার মেরামত করা হয়েছে। ভ্রমণের জন্য আমি এর মধ্যে কিছু নতুনত্ব আনি এবং সব কাজ আমি নিজেই করি। এটাই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করা বাইক বলে আমার ধারণা। ’
‘বাইকটি বিক্রি করতে হচ্ছে বলে আমি দুঃখিত, এটা নিজের সন্তানকে বিক্রি করার মতো। আমি আশা করবো এটা এমন কারও হাতে পড়বে যে এটাকে জাদুঘরে না পাঠিয়ে চালিয়ে যাবে। ’
ইংল্যান্ডের স্ট্যাডফোর্ডশায়ারে আগামী ২৪ এপ্রিল আয়োজিত আন্তর্জাতিক মোটরসাইকেল প্রদর্শনীতে বনহামস নিলাম প্রতিষ্ঠান বাইকটি বিক্রির জন্য প্রদর্শন করবে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
এসআইএস/ এনজে/আরআর
অভঃবৎ ৫৬ ুবধৎং ধহফ ৭০০,০০০ সরষবং রঃ`ং ভরহধষষু ঃরসব ঃড় ংবষষ সু সড়ঃড়ৎনরশব
ওহঃবৎহধঃরড়হধষ উবংশ
নধহমষধহবংি২৪.পড়স/ উধরষু গধরষ
খড়হফড়হ: ডযবহ ঝঃঁধৎঃ ঔবহশরহংড়হ ঢ়ধরফ £৩৮৫ ভড়ৎ যরং ঠরহপবহঃ ইষধপশ চৎরহপব সড়ঃড়ৎপুপষব রহ ১৯৫৫, যব ঃযড়ঁমযঃ যব ড়িঁষফ ড়হষু শববঢ় রঃ ভড়ৎ ধ ুবধৎ নবভড়ৎব ংধিঢ়ঢ়রহম রঃ ভড়ৎ ধ পধৎ.
ইঁঃ হড়,ি ধভঃবৎ ধ ৫৬-ুবধৎ ৎড়সধহপব ড়হ ঃযব ৎড়ধফ ঃযধঃ ংধি ঃযবস ঃৎধাবষ সড়ৎব ঃযধহ ৭০০,০০০ ঃড়মবঃযবৎ, গৎ ঔবহশরহংড়হ, ৮৩, রং ভরহধষষু মড়রহম ঃড় ঢ়ধৎঃ রিঃয ঃযব নরশব যব পধষষং `ঠরহহুষড়হমষবমং`.
ঞযব ৯৯৮পপ সধপযরহব, যিরপয যধং পড়াবৎবফ ঃযব ষবহমঃয ধহফ নৎবধফঃয ড়ভ ঊঁৎড়ঢ়ব, রং ংবঃ ঃড় ষধহফ রঃং ড়হিবৎ ধ রিহফভধষষ ঃড়ড়, নবপধঁংব রঃ রং বীঢ়বপঃবফ ঃড় ংবষষ ভড়ৎ £৪০,০০০ যিবহ রঃ মড়বং ঁহফবৎ ঃযব যধসসবৎ ধঃ ধঁপঃরড়হ.
এড়ড়ফ ৎঁহহবৎ: ঝঃঁধৎঃ ঔবহশরহংড়হ, ৮৩, রং ভরহধষষু যধহমরহম ঁঢ় যরং ষবধঃযবৎং ধহফ ংবষষরহম যরং নবষড়াবফ ঠরহপবহঃ ইষধপশ চৎরহপব ধভঃবৎ ৫৬ ুবধৎং ধহফ সড়ৎব ঃযধহ ৭০০,০০০ সরষবং
ঋড়ৎ সধহু ুবধৎং গৎ ঔবহশরহংড়হ ধহফ রিভব অহহব ষবফ ঃড়ঁৎরহম যড়ষরফধুং ড়হ ঃযব পড়হঃরহবহঃ, যিরপয ধপপড়ঁহঃবফ ভড়ৎ ধনড়ঁঃ যধষভ ড়ভ ঃযব নরশব`ং রহপৎবফরনষব সরষবধমব.
ঋৎড়স ১৯৬২ ঃযব পড়ঁঢ়ষব ঃৎধাবষষবফ ঃড় এৎববপব ধঃ ষবধংঃ ড়হপব ধ ুবধৎ ভড়ৎ ঃযবরৎ যড়ষরফধুং, নঁঃ অহহব মধাব ঁঢ় ৎরফরহম ঢ়রষষরড়হ ধভঃবৎ ধ পৎধংয রহ ণঁমড়ংষধারধ ১৫ ুবধৎং ধমড়.
গৎ ঔবহশরহংড়হ যধং ঃধশবহ ঃযব নরশব ঃযৎড়ঁময এবৎসধহু, ইবষমরঁস, অঁংঃৎরধ, ঝষড়াবহরধ, ঝবৎনরধ, ঈৎড়ধঃরধ, ইড়ংহরধ, অষনধহরধ, গধপবফড়হরধ, ঈুবপযড়ংষড়াধশরধ, গড়হঃবহবমৎড়, ঋৎধহপব, ওঃধষু, ঝঢ়ধরহ, চড়ৎঃঁমধষ, ঘড়ৎধিু, ঋরহষধহফ, ঝবিফবহ, ঐঁহমধৎু ধহফ এৎববপব.
ঐরং ষড়হমবংঃ ঃড়ঁৎ ধিং ধ ঃযৎবব-বিবশ সড়ঁহঃধরহ লধঁহঃ ঃড় এৎববপব ঃযধঃ পষড়পশবফ ঁঢ় সড়ৎব ঃযধহ ২,৩৫৫ সরষবং ড়ঁঃ ড়ভ রঃং পঁৎৎবহঃ ঃড়ঃধষ ড়ভ ৭২১,৭০৩.
ঐব বহলড়ুবফ ঃযব পড়হঃরহবহঃধষ ৎড়ধফং যিবৎব যব পড়ঁষফ ঢ়ঁংয যরং সধপযরহব ঁঢ় ঃড় ১২০সঢ়য - নঁঃ যব ংধুং যব ৎধৎবষু মবঃং ঃড় ১০০সঢ়য ধহু সড়ৎব.
গৎ ঔবহশরহংড়হ`ং ঃড়ঁৎরহম নঁংরহবংং পড়হঃরহঁবফ ঁহঃরষ ২০০৮, নঁঃ হড়ি যব ংধুং যব ফড়বংহ`ঃ যধাব ঃযব ংঃৎবহমঃয ঃড় ঢ়রপশ ঁঢ় ঃযব নরশব রভ যব বিৎব ঃড় ফৎড়ঢ় রঃ.
ঘবষিু ঢ়ঁৎপযধংবফ: গৎ ঔবহশরহংড়হ ঢ়রপঃঁৎবফ রিঃয ঃযব নরশব রহ ১৯৫৫
ডরঃয সঁপয ৎবমৎবঃ যব যধং ফবপরফবফ ঃড় ংবষষ রঃ ধহফ মরাব ঁঢ় সড়ঃড়ৎপুপষরহম ভড়ৎ মড়ড়ফ. ওহংঃবধফ যব রিষষ ফৎরাব যরং ঠড চধংংধঃ.
ঞযব ভড়ৎসবৎ ঁহরাবৎংরঃু ষবপঃঁৎবৎ ভৎড়স ডযরঃষবু ইধু ংধরফ যব যধং যধফ ধনড়ঁঃ ১০০ পৎধংযবং, সড়ংঃষু যিবহ ফৎরারহম ঃড় ড়িৎশ রহ ংহড়-িপড়াবৎবফ ঘড়ৎঃযঁসনবৎষধহফ.
ডযবহ ও নড়ঁমযঃ রঃ ও হবাবৎ ফৎবধসবফ ও`ফ ংঃরষষ নব ৎরফরহম রঃ,` যব ংধরফ.
`ও ঃযড়ঁমযঃ ও`ফ যধাব রঃ ভড়ৎ ধনড়ঁঃ ভরাব ুবধৎং ঃযবহ নুঁ ধ পধৎ.
`ওঃ ধিং সু ঃযরৎফ ঠরহপবহঃ ধহফ ও ষড়াবফ ৎরফরহম রঃ ংড় ও শবঢ়ঃ রঃ.
`অঃ ভরৎংঃ ও লঁংঃ ঁংবফ রঃ ঃড় ফৎরাব ঃড় ড়িৎশ ড়হ, নঁঃ ঃযবহ ও ংঃধৎঃবফ মড়রহম ধনৎড়ধফ.
`ঋৎড়স ১৯৬২ সু রিভব অহহব ধহফ ও ংঃধৎঃবফ মড়রহম ঃড় এৎববপব ভড়ৎ ড়ঁৎ যড়ষরফধুং. ডব`ফ ধষংড় মড় ধধিু ভড়ৎ বিবশবহফং.
`ঞযবহ রহ ১৯৮০ ও ৎবঃরৎবফ ভৎড়স সু লড়ন ধহফ ংবঃ ঁঢ় ধ ঃড়ঁৎরহম পড়সঢ়ধহু, ঃধশরহম সড়ঃড়ৎনরশবং ধৎড়ঁহফ ঊঁৎড়ঢ়ব.
`ওঃ ধিং ড়হ ঃযবংব ঃড়ঁৎং ঃযধঃ ও পষড়পশবফ ঁঢ় ধনড়ঁঃ যধষভ ঃযব সরষবধমব.
`গু রিভব ধষধিুং পধসব ঁহঃরষ ধনড়ঁঃ ১৫ ুবধৎং ধমড় যিবহ ও ঃযৎবি ঃযব নরশব ফড়হি ঃযব ৎড়ধফ রিঃয যবৎ ড়হ রঃ.
`ওঃ ধিং রহ ণঁমড়ংষধারধ ধহফ ঃযবৎব ধিং ধ নরম ঃযঁহফবৎংঃড়ৎস ধহফ বি বিৎব ড়হ ধ হধৎৎড়ি পড়ঁহঃৎু ৎড়ধফ রিঃয ধমৎরপঁষঃঁৎধষ ফবনৎরং ড়হ রঃ.
`ডব বিৎব ড়হষু মড়রহম ধনড়ঁঃ ৩০সঢ়য ধহফ ও পধসব ঃড় ঃযব পৎবংঃ ড়ভ ধ যরষষ ধহফ ংঁফফবহষু ৎবধষরংবফ ঃযবৎব ধিং ধ ংযধৎঢ় নবহফ ধহফ ও নৎধশবফ ধহফ ঃযব যিববষং ষড়পশবফ ধহফ বি ংষরফ ধষড়হম ড়হ ড়ঁৎ নধপশংরফবং.
`ডব বিৎবহ`ঃ যঁৎঃ ধহফ ধভঃবৎ বি মড়ঃ নধপশ অহহব ফরফহ`ঃ ফড় ধহু সড়ৎব ঃড়ঁৎং ড়হ ঃযব নরশব.
`ও হবাবৎ ড়িৎব ধ পৎধংয যধঃ ঁহঃরষ ুড়ঁ যধফ ঃড়; যিবহ ও মড়ঃ রঃ ও লঁংঃ যধফ মড়মমষবং.
`ওঃ যধং নববহ ৎবনঁরষঃ ঃযৎবব ঃরসবং ধহফ ও যধাব সড়ফরভরবফ রঃ ভড়ৎ ঃড়ঁৎরহম ধহফ ফড়হব ধষষ ঃযব ড়িৎশ সুংবষভ.
`ওঃ সঁংঃ নব ড়হব ড়ভ ঃযব সড়ংঃ ঃৎধাবষষবফ নরশবং রহ ঃযব ড়িৎষফ ধহফ যধং মড়হব ঃযৎড়ঁময যঁহফৎবফং ড়ভ ঃুৎবং.
`ও ধস াবৎু ংধফ ঃড় নব ংবষষরহম রঃ - রঃ`ং ষরশব ংবষষরহম ুড়ঁৎ পযরষফ. ও ৎবধষষু যড়ঢ়ব রঃ রিষষ নব নড়ঁমযঃ নু ংড়সবড়হব যিড় রিষষ ৎরফব রঃ ৎধঃযবৎ ঃযধহ মড়রহম ঃড় ধ সঁংবঁস.
`ওহ ঃযব ষধংঃ ভবি ুবধৎং ও যধাব ষড়ংঃ ধ ষড়ঃ ড়ভ ংঃৎবহমঃয রহ সু ধৎসং ধহফ ংযড়ঁষফবৎং ধহফ ও পধহ`ঃ ঢ়রপশ রঃ ঁঢ় ধহু সড়ৎব.
`ঙহপব ও বিরমযবফ রঃ রিঃয সুংবষভ ধহফ সু রিভব ধহফ ধষষ ড়ঁৎ পধসঢ়রহম মবধৎ ড়হ রঃ ধহফ ধিং ধনড়ঁঃ ৭৫০ষনং.
`ও ফড়হ`ঃ ঃযরহশ ও পড়ঁষফ বাবৎ ৎরফব ধহড়ঃযবৎ নরশব - ও`াব ড়হষু যধফ ঠরহপবহঃ`ং.
`জধঃযবৎ ঃযধহ মবঃ ধ ষরমযঃবৎ নরশব ও ঃযরহশ ও`স মড়রহম ঃড় মরাব ঁঢ় ধহফ লঁংঃ ঁংব সু পধৎ.`
`ও পধষষ রঃ "ঠরহহুষড়হমষবমং" নবপধঁংব রঃ রং ধ ঠরহপবহঃ ধহফ নবপধঁংব রঃ যধং ফড়হব ংড় সধহু সরষবং.`
ঞযব নরশব রং ঃড় নব ংড়ষফ নু ইড়হযধসং ড়হ অঢ়ৎরষ ২৪ ধঃ ঃযব ওহঃবৎহধঃরড়হধষ গড়ঃড়ৎপুপষব ঝযড়ি রহ ঝঃধভভড়ৎফংযরৎব.