ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষমতা ছাড়লেন না মোবারক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১
ক্ষমতা ছাড়লেন না মোবারক

কায়রো: জনতার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে নিজের পদত্যাগের প্রসঙ্গ এড়িয়ে গেছেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন, তিনি যথারীতি অফিস করবেন এবং সেপ্টেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পরই কেবল ক্ষমতা হস্তান্তর করবেন।



সেইসঙ্গে বিদেশ থেকে চাপিয়ে দেওয়া শর্তের কাছে তিনি মাথানত করবেন না বলেও জানিয়ে দিয়েছেন। তবে ভাইস প্রেসিডেন্ট ওমার সুলিমানের কাছে কিছু ক্ষমতা ছেড়ে দেবেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেন তিনি। বিবিসিসহ বেশ কিছু আন্তর্জাতিক বার্তা সংস্থা এ ভাষণ সরাসরি সম্প্রচার করে।

মোবারক বলেন, সংবিধান ও জনগণ নিরাপত্তা রক্ষায় আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী সেপ্টেম্বরে অবাধ ও স্বচ্ছ নির্বাচনে যেই জয়ী হোক, তার হাতে ক্ষমতা হস্তান্তর করব।

আবেগঘন ভাষণে মোবারক আরও বলেন, একজন মিশরীয় হিসাবে তিনি গর্বিত।

এ সময় তিনি তার যৌবনের নানা বঞ্চনা লাঞ্ছনা এবং বীরত্বব্যঞ্জক ঘটনা তুলে ধরেন। মিশরের প্রতি তার অগাধ ভালবাসার কথা বর্ণনা করেন।

সেইসঙ্গে তিনি বিক্ষোভকারীদের প্রতি তার সম্মান জানান এবং বলেন বিক্ষোভে যারা রক্ত দিয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না।
 
এর আগে আশা করা হচ্ছিল এ ভাষণের মাধ্যমে মোবারক তার পদত্যাগের ঘোষণা দেবেন। কিন্তু তিনি তা না করে জনতার দাবি পূরণের আশ্বাস দেওয়ার মাধ্যমেই তার ভাষণের সমাপ্তি টানেন।

মোবারকের এমন অস্পষ্ট ভাষণে তাহরির স্কয়ারে অপেক্ষমাণ বিক্ষোভকারীরা ভাষণ শেষ হওয়ার পরপরই নতুন করে বিক্ষোভে ফেটে পড়েন। অনেকে মোবারকের আহ্বানে রাজপথ ছেড়ে বাড়ির পথও ধরেছেন।

তবে বেশির ভাগই শুক্রবার সকালে রাজপথে ফিরে আসার কথা ব্যক্ত করেন সংবাদ মাধ্যমের কাছে।

এর আগে খুব শিগগিরই বিক্ষোভকারীদের দাবির প্রতি সাড়া দিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন বলে দেশটির ক্ষমতাসীন দলের প্রধান আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার রাতের মধ্যেই মোবারক পদত্যাগ করবেন এবং নতুন ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে নিউইয়র্ক টাইমস, ফক্স নিউজ ও বিবিসি সংবাদ প্রকাশ করেছে।

সেনাবাহিনীর উচ্চ পরিষদে এ বিষয়ে দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং খুব শিগগিরই তারা একটি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন বলে এক সেনা কর্মকর্তা জানান।

এ বিষয়ে মোবারক জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেবেন বলে ক্ষমতাসীন দলের প্রধান হোসেন বাদরাবি বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে জানান।

বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।