ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বরুণ গান্ধীর বিয়ে ৬ মার্চ

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১
বরুণ গান্ধীর বিয়ে ৬ মার্চ

কলকাতা: ভারতীয় জনতা পার্টির সংসদ, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি বরুণ গান্ধি এবার বিয়ের আসরে বসছেন। আগামী ৬ মার্চ তিনি বিয়ে করছেন বলে ঘোষণা করেছেন।



বৃহস্পতিবার নয়াদিল্লির তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে, ‘কবিগুরু প্রতিষ্ঠিত শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী, বর্তমানে দিল্লি প্রবাসী বাঙালি যামিনী রায়চৌধুরীকে তিনি বিয়ে করেছেন। ’

আরও জানা গেছে, যামিনী গ্রাফিক ডিজাইন কাজের সঙ্গে যুক্ত। ৬ মার্চ এই বিবাহ অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশের বারাণসী শহরে।

এই বিয়ের বাসরে ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, সাধারণ সম্পাদক রাহুল গান্ধী, বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ি, এল কে আদভানিসহ বিশিষ্ট রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তার মা ও বিজেপি সংসদ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধী।

উল্লেখ্য, প্রয়াত ইন্দিরা গান্ধী ও ফিরোজ গান্ধীর ছোট ছেলে বিমান দুর্ঘটনায় প্রয়াত সঞ্জয় গান্ধী ও মেনকা গান্ধীর একমাত্র সন্তান হলেন বরুণ গান্ধি।

ভারতীয় সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।