ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জনগণের উদ্দেশে জরুরি বিবৃতি দিতে যাচ্ছে মিশরের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১
জনগণের উদ্দেশে জরুরি বিবৃতি দিতে যাচ্ছে মিশরের সেনাবাহিনী

কায়রো: মিশরের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা শুক্রবার জরুরি এক বৈঠকে বসেছে। বৈঠকের পর জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়া হবে বলে রাষ্ট্রীয় বার্তাসংস্থা মেনা জানিয়েছে।



এ বিষয়ে মেনা জানায়, ‘প্রতিরক্ষামন্ত্রী হোসেইন তানতাইয়ুর সভাপতিত্বে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ শুক্রবার সকালে জরুরি বৈঠকে বসেছে এবং বৈঠকের পর গুরুত্বপূর্ণ বিবৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে। ’

এর আগে বৃহস্পতিবার মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা জনগণকে সমর্থন জানানোর কথা জানায় সেনাবাহিনী। এ সময় দেশকে রক্ষারও অঙ্গীকার করে মিশরীয় সেনাবাহিনী।

সেনা অভ্যুত্থান হবে বলে অনেকে আশঙ্কা করলেও দিনশেষে মোবারক টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন এবং সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দেন।

এ ঘোষণার পর বিক্ষোভকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং শুক্রবার ইতিহাসের সবচেয়ে বড় আকারের বিক্ষোভের হুমকি দেয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।