ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে সেনা-বিদ্রোহী সংঘর্ষ: নিহত ১০৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১
দক্ষিণ সুদানে সেনা-বিদ্রোহী সংঘর্ষ: নিহত ১০৫

জুবা: দক্ষিণ সুদানের বিশৃঙ্খল জংলেই প্রদেশে বিদ্রোহী ও সেনাবহিনীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ১০৫ জন নিহত হয়েছে। শুক্রবার দক্ষিণের সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।



ফিলিপ অ্যাগুয়ের নামের ওই মুখপাত্র বলেন, ‘এসপিএলএ সেনাবাহিনী, পুলিশ এবং কারারক্ষীসহ ফ্যানগাক শহরে ২০ জন এবং দক্ষিণের জেনারেল জর্জ অ্যাথরে ৩০ জন সমর্থক নিহত হয়েছেন। ’

তিনি আরও বলেন, ‘দুঃখজনক হলো মৃতদের মধ্যে নারী ও শিশুসহ ৩৯ জন বেসামরিক নাগরিক এবং আহতের সংখ্যা ৬৫ জন। এর মধ্যে এসপিএলএ-র ৩০ জন আহত হয়েছেন। ’

এর আগে গত বুধবার বিকাল ও বৃহস্পতিবার সকালে ফ্যানগাক রাজ্যের দোর এলাকায় দক্ষিণের সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।