ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়া, মিশরের পর এবার আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১
তিউনিসিয়া, মিশরের পর এবার আলজেরিয়া

আলজিয়ার্স: তিউনিসিয়া, মিশরের পর এবার আলজেরিয়ায় সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে।   দুই হাজার বিক্ষোভকারী শনিবার আলজিয়ার্স স্কয়ারে প্রেসিডেন্ট আবদেল আজিজ বাউতএফিকার পদত্যাগের দাবিতে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে সমবেত হন ৷

বিক্ষোভকারীদের দমন করতে সরকার শনিবার সকাল থেকেই রাজধানীতে ৩০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় তারা বিরোধী রাজনীতিকসহ প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করে। তবে সরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় মাত্র ১৪ জনকে আটক করা হয়েছে।

এদিকে, আলজেরিয়ায় ১৯৯২ সাল থেকে জরুরি আইন বলবৎ থাকার কারণে যে কোনো ধরনের বিক্ষোভ করা দেশটিতে নিষিদ্ধ।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ৭৪ বছর বয়সী আবদেল আজিজ প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।   এরপর যথাক্রমে ২০০৪ এবং ২০০৯ সালে প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। সর্বশেষ নির্বাচনের আগে তিনি সংবিধান সংশোধন করেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।