ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাবেক প্রধানমন্ত্রীসহ কর্মকর্তাদের মিশর ত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১
সাবেক প্রধানমন্ত্রীসহ কর্মকর্তাদের মিশর ত্যাগে নিষেধাজ্ঞা

কায়রো: মিশরের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ নাজিফ এবং অন্য উর্ধ্বতন কর্মকর্তারা যাতে দুর্নীতির অভিযোগ এড়াতে না পারেন, সেজন্য তাদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রধান কৌঁসুলি। মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা শনিবার এ তথ্য জানিয়েছে।



আরও যাদের বিরুদ্ধে এ নিষেধাঞ্জা রয়েছে তারা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  হাবিব আল-আদলি, তথ্যমন্ত্রী আনাস আল-ফিকি এবং পর্যটনমন্ত্রী জাহের গারানা।    

ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রাটিক পার্টির সদস্য এবং বিশিষ্ট ইস্পাত ব্যবসায়ী আহমেদ এজের দেশত্যাগের ব্যাপারেও নিষেধাঞ্জা জারি করা হয়েছে।

প্রেসিডেন্ট হোসনি মোবারক পদত্যাগের দাবিতে মিশরে ২৫ জানুয়ারি সরকার বিরোধী বিক্ষোভ শুর হয়। এরপর মোবারক তার মন্ত্রিপরিষদ ভেঙে দেন।

হোসনি মোবারক (৮২) ১৮ দিন ধরে চলা গণবিক্ষোভের মুখে গত শুক্রবার ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।